• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

এমবাপের অভিষেকের আগে দুঃসংবাদ পেল রিয়াল

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪  

উয়েফা সুপার কাপের ফাইনালে ইতালিয়ান ক্লাব আটালান্টার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে ক’দিন আগে লস ব্লাঙ্কোস ডেরায় কিলিয়ান এমবাপ্পের অভিষেক ম্যাচ হিসেবে ফাইনালটি আলোচনার কেন্দ্রে রয়েছে। ম্যাচের আগেই অবশ্য স্প্যানিশ জায়ান্টরা পেয়েছে দুঃসংবাদ।

ফাইনালের জন্য ঘোষিত ২৪ জনের দলে রয়েছেন এমবাপ্পে।  ছুটি থেকে ফেরা তার জাতীয় দলের সতীর্থ এদুয়ার্দো কামাভিঙ্গাও সেই তালিকায় ছিলেন। ভাগ্যের নির্মম পরিহাস, অনুশীলনের সময় হাঁটুতে চোট পাওয়ায় এই ফ্রেঞ্চ মিডফিল্ডার ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, জাতীয় ও ক্লাব সতীর্থ অরিলিয়ে চুয়ামেনিকে ড্রিবল করতে গিয়ে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান কামাভিঙ্গা। এ সময় তিনি ব্যথায় চিৎকার করতে থাকেন। দলের বাকি খেলোয়াড়রা ছুটে আসেন এবং কয়েকজন তার বাঁ-হাটু চেপে ধরে রাখেন।

মেডিকেল স্টাফদের কাছ থেকে মাঠে প্রাথমিক চিকিৎসা নিয়ে কারোর সহায়তা ছাড়াই এই ফ্রেঞ্চম্যান হেঁটে মাঠের বাইরে চলে যান। ড্রেসিংরুমে পরীক্ষার পর লিগামেন্ট ইনজুরি হয়েছে বলে অনুমান করা হয়। স্থানীয় সময় বুধবার সকালে টেস্টের পর ইনজুরির প্রকৃত অবস্থা বোঝা যাবে। ক্লাব আশঙ্কা করছে, তার বাঁ-পায়ের হাঁটুর ভেতরে লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হয়েছেন।

ম্যানচেস্টার ইউনাইটেড এবং পিএসজির সঙ্গে অর্থের লড়াইয়ে জিতে ২০২১ সালে ক্যামাভিঙ্গাকে দলে ভেড়ায় রিয়াল। স্প্যানিশ জায়ান্টদের হয়ে ২১ বর্ষী এই ফুটবলার ১৪৫ ম্যাচ খেলেছেন। রিয়ালের হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগা ও একটি ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –