• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

আইপিএলের ভবিষ্যৎ নির্ধারণে বৈঠক, আলোচনায় যা থাকছে

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ আগস্ট ২০২৪  

সময়ের সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয়তা বেড়েই চলছে। বিশ্ব ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়, বড় এবং শক্তিশালী টুর্নামেন্ট এটি। আর আইপিএলের অন্যতম বড় আকর্ষণ নিলাম।

চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। এই নিলামে আইপিএলের অনেক নিয়মে পরিবর্তন আসতে যাচ্ছে। আসন্ন আইপিএলের জন্য পারফরম্যান্সের ভিত্তিতে ক্রিকেটারদের ইনক্রিমেন্টের ব্যবস্থা নিয়ে আলোচনা করা হতে পারে।

এর বাইরে কত বছর পরপর মেগা নিলাম হবে তা নিয়েও নতুন সিদ্ধান্ত নেয়া হতে পারে। সেই সঙ্গে থাকতে পারে কয়জন ক্রিকেটার রিটেইন করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো তা নিয়েও।

নিলাম থেকে অনেক উদীয়মান ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজিগুলো দলে ভেড়ালেও অনেক ক্রিকেটারই খেলার সুযোগ পান না। এর ফলে আইপিএলে চালু হতে পারে ধারে খেলোয়াড় ছেড়ে দেওয়ার নিয়মও।

এখন পর্যন্ত দলগুলো নিলাম ও রিটেইন ক্রিকেটারের মূল্য মিলিয়ে মোট ১০০ কোটি রুপি খরচ করতে পারে। ফ্র্যাঞ্চাইজিগুলো সেই তহবিল বাড়াতেও আবেদন করবে। ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী সেটা বাড়িয়ে এবার ১১০ থেকে ১২০ কোটি পর্যন্ত করা হতে পারে।

সব মিলিয়ে আইপিএলের ব্যবসা বাড়ানোর পরিকল্পনা বিস্তারিত আলোচনা থাকবে বিসিসিআইয়ের এই সভায়। ফলে বলে দেয়াই যায় এই সভাই আইপিএলের ভবিষ্যৎ চিত্র কেমন হবে তা তৈরি করে দেবে।

তাছাড়া রিটেইন পলিসি ও বিভিন্ন বিষয় নিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে আলোচনায় বসছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এখানে আলোচনা হবে আইপিএলের আগামী আসরে ইমপ্যাক্ট ক্রিকেটারের নিয়ম থাকবে কি থাকবে না তা নিয়েও।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –