• সোমবার ০১ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ১৬ ১৪৩১

  • || ২৩ জ্বিলহজ্জ ১৪৪৫

লজ্জার হারের ম্যাচে ফারুকীর বিশ্বরেকর্ড

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জুন ২০২৪  

নবম টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লজ্জার হার দেখেছে আফগানিস্তান দল। ম্যাচটিতে আফগানদের ৯ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। এতে প্রথমবারের মতো আইসিসি ইভেন্টের ফাইনালে উঠল তারা। অপরদিকে লজ্জার হারে দল বিদায় নিলেও বল হাতে বিশ্বরেকর্ড গড়েছেন আফগান পেসার ফজলহক ফারুকী।

আফগানিস্তান তাদের টি-২০ ক্রিকেটে সর্বনিম্ন রানে অলআউট হয়েছে। মাত্র ৫৬ রানে গুটিয়ে গেছে তাদের ইনিংস। যা ৯ উইকেট ও ৬৭ বল হাতে রেখেই তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

এদিন প্রোটিয়া ব্যাটসম্যান কুইন্টন ডি কককে বোল্ড করে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারির নতুন রেকর্ড গড়েছেন ফারুকী।

এবারের টি-২০ বিশ্বকাপে ১৭ উইকেট পেয়েছেন আফগান এই পেসার। যা এই আসর তো বটেই টি-২০ বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ। ছাড়িয়ে গেছেন লঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার ১৬ উইকেটের রেকর্ড।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –