• শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ২০ রবিউস সানি ১৪৪৬

রোভম্যান পাওয়ালের নেতৃত্বে উইন্ডিজের ওয়ানডে দল ঘোষণা

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৮  

টাইগারদের কাছে রেকর্ড ভাবে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই তিক্ত অভিজ্ঞতা নিয়েই ৯ ডিসেম্বর থেকে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামতে যাচ্ছে ক্যারিবীয়রা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।

দুই বছরের লম্বা বিরতির পর এই সিরিজ দিয়েই দলে ফিরছেন উইন্ডিজ তারকা ক্রিকেটার ড্যারেন ব্রাভো। নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারের ইনজুরিতে দলের দায়িত্ব পেয়েছেন রোভম্যান পাওয়াল। পাওয়েলকে অধিনায়ক করে ঘোষিত দলে ব্রাভো ছাড়াও আরও ফিরেছেন টি-টোয়েন্টি দলনেতা কার্লোস ব্র্যাথওয়েট ও রোস্টন চেজ।

মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই মাঠে ১১ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে। আর ১৪ ডিসেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচই দিবা-রাত্রির।

উইন্ডিজ স্কোয়াড: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, দেবেন্দ্র বিশু, রোস্টন চেজ, চন্দরপল হেমরাজ, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, কার্লোস ব্র্যাথওয়েট, কিমো পল, কাইরন পাওয়েল, ফ্যাবিয়ান অ্যালেন, কেমার রোচ, সুনীল অ্যামব্রিস এবং ওশান থমাস।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –