• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

প্রথম ব্যালন ডি`অর জয়ী নারী

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৮  

এবছরই প্রথমবারের মতো নারী ফুটবলেও বর্ষসেরা পুরস্কার ব্যালন ডি'অর দিল ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। নারীদের ক্ষেত্রে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত এই পুরষ্কার জিতলেন নরওয়ে ফরোয়ার্ড এডা হেগেরবার্গ।

গেল মৌসুম দুর্দান্ত কাটিয়েছেন হেগেরবার্গ। অলিম্পিক লিঁওকে জেতান ফরাসি শিরোপা। পাশাপাশি এনে দেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ঘরোয়া ও মহাদেশীয় শিরোপা জেতাতে অগ্রণী ভূমিকা রাখায় তার হাতে উঠেছে ফুটবলের সর্বোচ্চ পুরস্কারটি। সোমবার মধ্যরাতে প্যারিসে জমকালো অনুষ্ঠানে তার হাতে ব্যালন ডি’অর তুলে দেয় ফ্রান্স ফুটবল ম্যাগাজিন।

ইতিহাসের প্রথম ব্যালন ডি'অর জিতে উচ্ছ্বসিত হেগেরবার্গ। ২৩ বছর বয়সী ফুটবলার বলেন, সবকিছু স্বপ্নের মতো লাগছে। এ আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না। আমাকে সমর্থন জানানোর জন্য সবাইকে ধন্যবাদ।

এছাড়া ফ্রান্স ফুটবল ম্যাগাজিন এবারই প্রথম চালু করেছে বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। সেই পুরস্কার উঠেছে বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের হাতে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –