• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম আবাহনীর শুরু বড় জয়ে

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৮  

ওয়ালটন স্বাধীনতা কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে চট্টগ্রাম আবাহনী ৩-০ ব্যবধানে হারিয়েছে নোফেল স্পোর্টিং ক্লাবকে। চট্ট্রলার ক্লাবটির গাম্বিয়ান ফরোয়ার্ড মোমদু বাহ জোড়া গোল করেন ।

 

1.বড় জয়ে শুরু চট্টগ্রাম আবাহনীর

সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১৯ মিনিটেই লিড নেয় চট্টগ্রাম আবাহনী। এ সময় বাইসাইকেল কিকে বল জালে জড়ান মোমদু বাহ। তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে চট্টগ্রামের দলটি। বিরতির পর (৫৪ মিনিটে) ব্যবধান দ্বিগুণ করেন লাওয়াল। এ সময় কর্নায় পায় চট্টগ্রাম আবাহনী। কর্নার থেকে আনিসুর রহমানের উড়িয়ে মারা বলে হেড দিয়ে জালে পাঠান লাওয়াল। এই গোলের সাত মিনিটের মাথায় বাহ তার জোড়া গোল পূর্ণ করেন।

 

2.বড় জয়ে শুরু চট্টগ্রাম আবাহনীর

তাতে চট্টগ্রাম আবাহনী এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। বাকি সময়ে এই গোলের একটিও শোধ দিতে পারেনি নোফেল। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে নোফেলের প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

এবারের এই ওয়ালটন স্বাধীনতা কাপে ১৩টি দল অংশ নিয়েছে।

১ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত হবে গ্রুপ পর্বের খেলা। ১১, ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর হবে চারটি কোয়ার্টার ফাইনাল। ১৯ ও ২০ ডিসেম্বর হবে দুটি সেমিফাইনাল। আর ২৪ ডিসেম্বর হবে ফাইনাল। যেদিন একটি ম্যাচ থাকবে সেদিন খেলা শুরু হবে বিকেল ৫টায়। আর যেদিন দুটি ম্যাচ থাকবে সেদিন প্রথমটা শুরু হবে বিকেল ৩টায়। আর দ্বিতীয়টা শুরু হবে সোয়া পাঁচটায়। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –