• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

নিরাপত্তা দলও পাঠাবে বিসিবি

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৮  

ইমার্জিং এশিয়া কাপ ২০১৮ খেলতে বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা দলও যুক্ত হচ্ছে। ২০০৯ সালে শ্রীলংকা ক্রিকেট দলের জঙ্গী হামলার পর থেকে পাকিস্থান সফরে অস্বীকৃতি জানিয়ে যাচ্ছে বিভিন্ন দেশ। এর প্রেক্ষিতে নিরাপত্তা দল প্রেরণ করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

দলের সঙ্গে নিরাপত্তা দল প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘এটা ঠিক যে এখানে নিরাপত্তাজনিত সমস্যা আছে। আমি নিজেও গিয়েছিলাম পাকিস্তানে। সেখানে আমরা নিরাপত্তা নিয়ে আলোচনা করেছি। আমার মনে হয়নি যে কোনো সমস্যা হবে। তারপরও আমরা সতর্কতামূলক ব্যবস্থা নেব এবং সেখানে এমন লোকও পাঠানো হবে যারা নিরাপত্তার বিষয়ে অভিজ্ঞ।’

‘ইমার্জিং কাপে পাকিস্তানে দল পাঠানোর আসলে দু’টি ব্যাপার আছে। একটা হলো এই আসর দুই গ্রুপে হবে। আমাদের প্রথম পর্বের খেলাটা পাকিস্তানে। আর আমরা যদি দ্বিতীয় পর্বে যাই, তাহলে শ্রীলংকায় খেলা হবে। এখানে ভারতের সমস্যা আছে। এখন ভারত-বাংলাদেশ দুই দেশই যদি বলে যে সমস্যা আছে, তাহলে দুইটা গ্রুপ পর্বে আসর আয়োজনটাই কঠিন হয়ে যাবে। আবার শ্রীলংকা ওদের দেশে খেলবে, এখন ওরাও তো চাইবে ঘরের মাঠে খেলতে।’

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –