• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

`মোটিভেট করেছে সাকিবের ওই কথাটি`

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৮  

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টেও সফরকারীদের চেপে ধরেছে বাংলাদেশ। বিশেষত দুই টেস্টে প্রতিটি খেলোয়াড়ই নিজেদের উজাড় করে দিয়েছে। মাহমুদউল্লাহ রিয়াদ মনে করেন, দলকে দারুণভাবে উজ্জীবিত করার কাজটি মূলত সাকিবই করেছেন।

চট্টগ্রাম টেস্ট জয়ের পর টাইগার কোচ স্টিভ রোডস সাকিবকে উদ্দেশ্য করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। সেই সঙ্গে জানান, ক্যারিবিয়ানদের বিপক্ষে জিততে মরিয়া ছিলেন টাইগার টেস্ট অধিনায়ক। আর তাই শারীরিকভাবে পুরোপুরি ফিট না হলেও টেস্ট খেলতে মাঠে নেমে পড়েন তিনি।

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে মাহমুদউল্লাহ জানালেন, দলকে উজ্জীবিত করতে সাকিবের ভূমিকা সম্পর্কে। মাহমুদউল্লাহ বলেন, “ওয়েস্ট ইন্ডিজ যখন খেলতে আসে তখন সাকিব সব খেলোয়াড়কে, উইন্ডিজ সফরে লজ্জাজনক হার মনে করিয়ে দেন। যা প্রতিটি খেলোয়াড়কেই দারুণভাবে মোটিভেট করেছে। সে এটা বোঝাতে চেয়েছিল, কোনো হার সহজভাবে ভুলে যাওয়া উচিত না।”

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –