• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

৫০৮ রানে থামল বাংলাদেশের প্রথম ইনিংস

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৮  

মিরপুরে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫০৮ রানের বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। দুই অংকের ঘরে রান করেছেন দলের ১১ জন ব্যাটসম্যানই। প্রথম দিন সাদমান-সাকিবের অর্ধশতকের পর দ্বিতীয় দিন মাহমুদউল্লাহ রিয়াদের শতক ও লিটন দাসের অর্ধশতকের উপর ভর করে পাঁচশ’র কোটা পার করে বাংলাদেশ।

আগের দিন অপরাজিত থেকে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামেন সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ। শুরুতেই আগ্রাসী ব্যাটিং করতে শুরু করেন সাকিব। তাদের ১১১ রানের জুটি ভাঙ্গে সাকিবের বিদায়ে। ব্যক্তিগত ৮০ রানে কেমার রোচের বলে শাই হোপের তালুবন্দি হন টাইগার দলপতি।

এরপরেই ক্রিজে আসেন লিটন। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে নিজের চতুর্থ অর্ধশতক তুলে নেন তিনি। অবশ্য এরপর আর বেশি দূর এগোতে পারেননি তিনি। লাঞ্চের পর ব্যক্তিগত ৫৪ রানে ক্রেইগ ব্রাফেটকে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন লিটন।

মেহেদি মিরাজকে সঙ্গী করে দলের স্কোর চারশ পার করেন মাহমুদউল্লাহ। এই নিয়ে তৃতীয়বার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চারশর বেশি রান করল বাংলাদেশ। ২০০৪ সালে সেন্ট লুসিয়ার করেছিল ৪১৬ রান, আর ২০১২ সালে ঢাকায় সর্বোচ্চ ৫৫৬।

বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যানের অফ স্টাম্পের বাইরের বলে শট খেলতে গিয়ে উইকেটরক্ষকের তালুবন্দি হন মিরাজ। তিনি করেছেন ১৮ রান। ৪১৬ রানে আট উইকেট পড়ার পর সাড়ে চারশর স্কোরই যেন অনেক দূরের পথ মনে হচ্ছিল। কিন্তু তাইজুল ইসলামকে সঙ্গী করে সে পথ বেশ দারুণভাবেই পার করেন রিয়াদ। এরই মধ্যে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতকও তুলে নেন তিনি।

দলীয় ৪৭২ রানে তাইজুল ফিরে গেলেও নাঈম হাসানের সঙ্গে জুটি গড়ে দলের পাঁচশ পার করেন রিয়াদ। ব্যক্তিগত ১৩৬ রানে ওয়ারিক্যানের বলে বোল্ড হন তিনি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –