• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

স্বস্তিতে প্রথম দিন সাকিব-রিয়াদের ব্যাটিংয়ে...

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮  

দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। সকালে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথম দিনে ব্যাটসম্যানই সেট হয়ে ফিরেছেন। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৫৯ রান।

মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের মাধ্যমে দেশের ৯৪তম টেস্ট খেলোয়াড় হিসেবে অভিষেক হয় সাদমান ইসলাম অনিকের। সৌম্য সরকারের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করেন তিনি। অভিষেক ম্যাচের প্রথম সেশনে টেস্ট ব্যাটসম্যান হিসেবে দারুণ দক্ষতা দেখান এই বাঁহাতি।

ওপেনিংয়ে সাবধানী শুরু করে বাংলাদেশ। কিন্তু বেশিদূর এগোতে পারেনি এই জুটি। দলীয় ৪২ রানে ফিরে যান সৌম্য। যাওয়ার আগে ৪২ বলে ১৯ রান করেন তিনি। রোস্টন চেজের বলে প্রথম স্লিপে শাই হোপের হাতে ধরা পড়েন এই সৌম্য সরকার। এরপরই সাদমানের সঙ্গে দলের হাল ধরেন মুমিনুল। প্রথম সেশনের একেবারে শেষ মুহূর্তে রোচের বলে ক্যাচ তুলে দেন মুমিনুল। ফেরার আগে করেন ২৯ রান।

দ্বিতীয় সেশনে বেশ ভালোভাবেই শুরু করে বাংলাদেশ। মিথুনকে সঙ্গী করে ৬৪ রানের জুটি গড়েন সাদমান। সেট হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন মিথুন। দলীয় ১৫১ রানে বিশুর বলে সরাসরি বোল্ড হন তিনি। এর কিছুপর একই বোলারের বলে শিকার হন সাদমান। তার ১৯৯ বলে ৭৬ রানের ধৈর্যশীল ইনিংস শেষ হয় এলবিডব্লিউতে।

মুশফিককে সঙ্গী করে দলের ইনিংস বড় করার দিকে মনযোগ দেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ মুশফিকও ইনিংস লম্বা করতে পারেননি। ব্যক্তিগত ১৪ রানে লুইসের বলে ফিরে যাওয়ার আগে দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

দলীয় ১৯০ রানে মুশফিকের উইকেট পতনের মধ্যে দিয়ে প্রবল চাপে পড়ে বাংলাদেশ। তবে অধিনায়ক সাকিব ও সহঅধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাটিংয়ে ভর করে চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করে বাংলাদেশ। আক্রমণের লোভ সামলে সাকিবও ধৈর্যশীল এক ইনিংস উপহার দেন। মাত্র ১ চারে তুলে নেন ক্যারিয়ারের ২৫তম অর্ধশতক। অন্য প্রান্তে দারুণ সঙ্গ দেন মাহমুদউল্লাহও। তাদের অপরাজিত ৬৯ রানের জুটিতে স্বস্তি নিয়ে প্রথম দিন শেষ করে বাংলাদেশ।

শনিবার মাহমুদউল্লাহ ৩১ ও সাকিব ৫৪ রানে দিন শুরু করবেন।

ক্যারিবিয়ানদের পক্ষে বিশু ২টি উইকেট নেন। এছাড়া কেমার রোচ ও রোস্টন চেজ একটি করে উইকেট নেন।

এর আগে বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ মুশফিক খেলবেন কি না তা নিয়ে সংশয় থাকলেও একাদশে রয়েছেন তিনি। এছাড়া দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আগের টেস্টে খেলা ইমরুল কায়েসের স্থলাভিষিক্ত হয়েছেন সাদমান এবং মুস্তাফিজুর রহমান বাদ পড়ায় দলে ঢুকেছেন লিটন দাস। ফলে, এই প্রথমবারের মতো কোনো পেসার ছাড়াই মাঠে নামল বাংলাদেশ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –