• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

আয় কত কোহলির?

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮  

বিরাট কোহলি ব্যাটিংয়ে এরই মধ্যে নিজেকে সময়ের সেরা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এগিয়ে চলছেন সর্বকালের সেরার দিকেও। এবারে আয়ের দিক দিয়েও বিশ্বের সেরা ক্রীড়াবিদদের কাতারে চলে এসেছেন তিনি।

সম্প্রতি ফোর্বস ম্যাগাজিন চলতি বছরে বিশ্বের শ্রেষ্ঠ ১০০ জন ধনী ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার ৮৩ নম্বরে অবস্থান করছেন কোহলি। গত এক বছরে কোহলির উপার্জন ২৪ মিলিয়ন মার্কিন ডলার। শুধু তাই নয়, ক্রিকেটারদের মধ্যে চলতি বছরের সেরা আয়ে এক নম্বরে অবস্থান করছেন ভারতীয় এই সেনসেশন।

আয়ের দিক দিয়ে কোহলি এরই মধ্যে পেছনে ফেলে দিয়েছেন সার্বিয়ার টেনিস গ্রেট নোভাক জোকোভিচ এবং ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরোর মত তারকাদের।

তালিকায় শীর্ষে রয়েছেন বক্সার ফ্লয়েড মেওয়েদার (২৮৫ মিলিয়ন মার্কিন ডলার), বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি (১১১ মিলিয়ন মার্কিন ডলার) এবং জুভেন্টাসের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো (১০৮ মিলিয়ন মার্কিন ডলার)।

ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। আর মাঠের পারফর্মের কারণে নিজেকে দেশের ক্রিকেটের ব্রান্ড বয় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন কোহলি। সেই সঙ্গে যোগ হচ্ছে দেশটির জনসংখ্যাও। ১৩০ কোটি জনসংখ্যার দেশ ভারতে বিজ্ঞাপন ব্রান্ড হিসেবে অধিকাংশ প্রতিষ্ঠানগুলোই কোহলির দিকে ঝুঁকছে। বর্তমানে কোহলি ২১টি পণ্যের বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত। এর মধ্যে রয়েছে ক্রীড়া প্রস্তুততকারক সামগ্রী, গাড়ি, পোশাক, বিভিন্ন ধরণের খাদ্য সামগ্রী, হেডফোন, এমনকি টুথব্রাশও!

ভারতীয় ক্রিকেট বোর্ড থেকেও মোটা অংকের বেতন পেয়ে থাকেন কোহলি। সঙ্গে আইপিএল এবং বিজ্ঞাপনী প্রচারণের মাধ্যমেও আয় তো রয়েছেই। এছাড়া কোহলির জনপ্রিয়তাও বাড়ছে হুহু করে। আর এটিকে নিজেদের কাজে লাগাচ্ছে পণ্য উৎপাদকারী প্রতিষ্ঠানগুলো। ফলে অর্থের অংকে কোহলি বেশ দ্রুতই পাল্লা দিচ্ছেন দুনিয়ার বড় বড় সব ক্রীড়াবিদদের সঙ্গে এবং ফুলেফেঁপে তুলছেন নিজের ব্যাংক একাউন্ট।

তবে এত উপার্জন সত্বেও দেশেটির সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদ মহেন্দ্র সিং ধোনির এক বছরের রেকর্ড এখনও ছুঁতে পারেননি কোহলি। ২০১৫ সালে ভারতের সাবেক এই অধিনায়ক মোট উপার্জন করেছিলেন ৩১ মিলিয়ন মার্কিন ডলার। কোনো ভারতীয় ক্রীড়াবিদের সেটাই ছিল এক বছরে সর্বোচ্চ উপার্জন।

তবে ধোনিকে যে খুব দ্রুতই ছুঁয়ে ফেলবেন কোহলি তা আর বললেও চলছে। কারণ, ক্যারিয়ারের শেষ প্রান্তে ধোনির প্রতি ধীরে ধীরে আগ্রহ হারাচ্ছে প্রতিষ্ঠানগুলো।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –