• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

মুশফিকের ডাবল সেঞ্চুরিতে ৫০০ ছাড়াল টাইগাররা

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮  

ঢাকা টেস্টের শুরুটা ভালো হয়নি টাইগারদের। রোববার শুরুতেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সে সময় ব্যাট হাতে মাঠে নামেন মুশফিকুর রহীম। মুমিনুল হকের সাথে চতুর্থ উইকেট জুটিতে রেকর্ড রানের পার্টনারশিপ গড়ে দলকে তুলে আনেন খাদের কিনারা থেকে। দ্বিতীয় দিনও ব্যাট করছেন বাঘের মত। তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৫০৯ রান। মুশফিক(২১০*) ও মিরাজ (৬৫*) রান।

মধ্যহ্ন বিরতি থেকে টাইগারদের পরপর দুই উইকেটের পতন। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৫ উইকেট পেলেন জিম্বাবুইয়ান ফাস্ট বোলার কাইল জারভিস।

এর আগে মধ্যাহ্ন বিরতির পর কাইল জারভিসের বলে বিদায় নেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১১০ বলে ৩টি চারে ৩৬ করেন ভারপ্রাপ্ত অধিনায়ক। মুশফিকুর রহিমের সঙ্গে তিনি ষষ্ঠ উইকেট জুটিতে ৭৩ রান করেন।

তবে মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি আরিফুল হক। কাইল জারভিসের বলে চারিকে ব্যক্তিগত ৪ রানে ক্যাচ দেন তিনি।

মিরপুর শের ই বাংলায় সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন মুমিনুল হক ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ৩০৩ রান করে টাইগাররা।

টেস্ট ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরির পর ১৬১ রানে বিদায় নেন মুমিনুল। তবে পুরোপুরি টেস্ট মেজাজে খেলতে থাকা মুশফিক ষষ্ঠ সেঞ্চুরি করে ১১১ রানে অপরাজিত থাকেন।

এর আগে সিলেটে সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে সফরকারী জিম্বাবুয়ে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –