• রোববার ২৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৩ ১৪৩১

  • || ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

ফোন দ্রুত চার্জ শেষ ও গরম হওয়া থেকে মুক্তি দেবে এই ডিভাইস

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মার্চ ২০২৩  

দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহার করলে ডিভাইসের তাপমাত্রা বেড়ে যায়। এজন্য স্মার্টফোনের পারফরম্যান্সেও প্রভাব পড়ে। ডিভাইস হ্যাং হওয়া থেকে শুরু করে দ্রুত চার্জ শেষ হয়ে যাওয়ার ঘটনাও ঘটে। এসব সমস্যা থেকে মুক্তি দিতে নতুন লিকুইড কুলার আনতে যাচ্ছে ওয়ানপ্লাস।

চলতি বছর স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নতুন এ লিকুইড কুলার দেখিয়েছে ওয়ানপ্লাস। খবর টেকক্রাঞ্চ ও স্ক্রিনর‍্যান্ট।

স্মার্টফোন গরম হওয়ার পর স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসতে অনেক সময় লাগে। গরম হওয়ার কারণে ডিভাইস বিস্ফোরিত হওয়ার ঘটনাও রয়েছে। আগে বিভিন্ন কোম্পানি ডিভাইসে কুলিং সিস্টেম সরবরাহ করেছে। কিন্তু আলাদাভাবে কার্যকর কোনো কুলিং ডিভাইস ছিল না। ওয়ানপ্লাসের এমন ডিভাইস সবার জন্য চমকই বটে।

নতুন লিকুইড কুলিং সিস্টেম দিয়ে ওয়ানপ্লাস স্মার্টফোন গরম হয়ে যাওয়ার মতো বড় সমস্যার সমাধান করতে পারবে বলে মনে করা হচ্ছে। মাল্টিটাস্কিং এবং বিশেষ করে গেমিংয়ের সময় ওয়ানপ্লাস লিকুইড কুলার যেকোনো ফোনকে অন্তত ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠাণ্ডা করতে পারবে। কুলারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ফোনের ঠিক কতটা ঠাণ্ডা হওয়া দরকার সে অনুযায়ী ব্যবহারকারীরা কুলারটি কাস্টমাইজ করে নিতে পারবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –