• রোববার ২৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৩ ১৪৩১

  • || ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

এবার ১০ শতাংশ কর্মীকে ছাঁটাই টুইটারের

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩  

আরো ২০০ কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করল টুইটার ইনকর্পোরেটেড। নিউইয়র্ক টাইমস বলছে, মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটি ২ হাজার কর্মীর মধ্যে আরো ১০ শতাংশ কর্মীকে ছাঁটাই করতে চলেছে। এর মধ্যে ডেটা সায়েন্সটিস্ট, ডেটা ইঞ্জিনিয়ারসহ একাধিক বিভাগের কর্মীরা রয়েছেন।

গত অক্টোবরে ইলন মাস্ক মাইক্রো-ব্লগিং সাইটের দায়িত্ব নেয়ার পর থেকেই চলছে ছাঁটাই পর্ব। এটিই তার সাম্প্রতিকতম সংযোজন। এর আগে, টুইটার তার ভারতের তিনটি অফিসের মধ্যে দুটি বন্ধ করে কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ জারি করে।

ইলন মাস্ক নভেম্বরের শুরুতেই জানিয়েছিলেন, সিইও হিসাবে দায়িত্ব নেয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ কর্মী ছাঁটাই করা হবে। নভেম্বর থেকে টুইটারে চাকরি ছাঁটাইয়ের এটি চতুর্থ দফা। গত বছর, মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার অধিগ্রহণের পরে খরচ কমানোর জন্য টুইটারে ৩৭০০ কর্মীকে ছাঁটাই করে।

সর্বশেষ বিজ্ঞপ্তি অনুসারে টুইটার ইনকর্পোরেটেড অন্তত ২০০ কর্মীকে ছাঁটাই করতে চলেছে। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। তবে কর্মী ছাঁটাইয়ে টুইটারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –