• রোববার ২৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৪ ১৪৩১

  • || ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

ব্যবসা অর্থনীতিতে ভূমিকা রাখলেই আপনি সফল: আইসিটি প্রতিমন্ত্রী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২  

ব্যবসা অর্থনীতিতে ভূমিকা রাখলেই আপনি সফল: আইসিটি প্রতিমন্ত্রী          
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কার ব্যবসা আয়তনে কত বড়, তা নিয়ে পড়ে থাকবেন না। ব্যবসা যদি আপনার ও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখে, তবেই আপনি সফল। ‘পুঁজি, প্রশিক্ষণ, প্রগতি ও প্রযুক্তি- এ চারটি ‘প’ সব সময় মাথায় রাখবেন।

শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তৃতীয় উই সামিটের শেষ দিনে নারী উদ্যোক্তাদের উদ্দেশে তিনি একথা বলেন।

পুরস্কার বিজয়ীদের উদ্দেশে জুনাইদ আহমেদ পলক বলেন, যারা আজ যার অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন, তাদের শুধু সফলতার দিকটা দেখলেই হবে না। যে পরিমাণ পরিশ্রম করে তারা এ পর্যায়ে এসেছেন, সেটাও সামনে আনতে হবে। তাহলে সবাই অনুপ্রেরণা পাবেন।

২০ জন নারীকে জয়ী ঘোষণার মাধ্যমে জমকালো আয়োজনে শেষ হয় উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই) সামিট- ২০২২। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ওয়ার্ল্ড ব্যাংকের উই-ফি এর প্রজেক্ট লিড হোসনা ফেরদৌস সুমি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –