• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

‘বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড ২০১৮’ পেল বিকাশ কাস্টমার অ্যাপ...

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮  

অর্থনৈতিক খাতের বেস্ট ইনোভশন ক্যাটাগরিতে ‘বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড ২০১৮’ পেয়েছে বিকাশ কাস্টমার অ্যাপ।

এ বছরের এপ্রিল মাসে অ্যাপটি চালু করে বিকাশ। মার্চেন্ট পেমেন্টে কিউআর কোডের ব্যবহার, বাংলা টেক্সট, স্বল্পশিক্ষিতদের জন্য ভয়েস বা শব্দ নির্দেশনাসহ নানান ধরনের সৃজনশীল ফিচার নিয়ে চালু হয় বিকাশ অ্যাপ।

বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী বলেন, বাংলাদেশের এমএফএস ব্যবহারকারীদের আর্থিক লেনদেনের অভিজ্ঞতা সহজ করতে নানান ধরনের উদ্বাবনী ফিচার নিয়ে এসেছে বিকাশ অ্যাপ। মোবাইলের মাধ্যম সহজ আর্থিক সেবার মাধ্যমে আরো বেশি মানুষের ক্ষমতায়ন এবং নতুন সুযোগ কাজে লাগিয়ে জীবনমান উন্নয়নে নিরন্তর কাজ করে যাচ্ছে বিকাশ। এই পুরস্কার আমাদের উদ্যোগের স্বীকৃতি যা ভবিষ্যতে আরো উদ্বাবনী সেবা সংযুক্ত করতে আমাদের উৎসাহিত করবে।

২০১১ সালে কার্যক্রম শুরু করা বিকাশ লিমিটেড ব্যাংকিং সেবা বহির্ভূত বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠিকে নানা ধরনের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –