• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

‘প্রাইভেট রিপ্লাই’ সুবিধা আসছে হোয়াটসঅ্যাপে...

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮  

নির্দিষ্ট ব্যক্তিকে গোপনে বার্তা পাঠানোর সুযোগ দিতে ‘প্রাইভেট রিপ্লাই’ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ। গ্রুপ চ্যাটের সময় ফিচারটি চালুর ফলে একাধিক ব্যক্তির সঙ্গে আলোচনা করার সময় নির্দিষ্ট ব্যক্তিকে আলাদা বার্তা পাঠানো যাবে।

এ ফিচারের ফলে বার্তাটি গ্রুপের অন্য কেউ দেখতে পাবে না। ফলে গ্রুপ চ্যাট করার সময় যেকোনো বিষয়ে দুজন ব্যক্তি নিজেদের মধ্যে গোপনে আলোচনা সেরে নিতে পারবেন।

প্রাথমিকভাবে ফিচারটি অ্যানড্রয়েড ডিভাইসে ব্যবহারের সুযোগ থাকছে। এ জন্য অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম উপযোগী ফিচারটির পরীক্ষামূলক সংস্করণও তৈরি করেছে হোয়াটসঅ্যাপ।

বর্তমানে নির্দিষ্টসংখ্যক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ওপর ফিচারটির কার্যকারিতা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আশা করা হচ্ছে, শিগগিরই সব ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত করা হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –