• শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ২০ রবিউস সানি ১৪৪৬

সন্তান ধারণে সক্ষম পুরুষও!

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৮  

সন্তান জন্মদানের জন্য নারী-পুরুষের অবদান থাকলেও তা কি সমান? পুরুষ এক্ষেত্রে একটি মাধ্যম মাত্র। কিন্তু সন্তান ধারণে তো পুরোপুরি অক্ষম। তাই সন্তান ধারণের জন্য একজন নারীকে যে ত্যাগ স্বীকার করতে হয় তা একজন পুরুষের পক্ষে বোঝা অসম্বব।

কিন্তু আধুনিক বিজ্ঞান তো অনেক কিছুই সম্ভব করেছে। চিকিৎসা বিজ্ঞানও অনেক এগিয়ে গেছে। স্যারোগেট পদ্ধতিতে সন্তান ধারণ, কৃত্রিম জরায়ু প্রতিস্থাপন করা, টেস্ট টিউবে সন্তান ধারণ করা এসব আধুনিক চিকিৎসা শাস্ত্রের অবদান।

এবার চিকিৎসকরা বলছেন পুরুষেরাও সন্তান ধারণ করতে পারবেন। সন্তান ধারণের যে জার্নি, যন্ত্রনা, আনন্দ অনুভূতি তা পুরুষরাও অনুভব করতে পারবেন।

আর জরায়ু প্রতিস্থাপনই এই সম্ভবনার দুয়ার খুলে দিয়েছে। নারীদের শরীরে জরায়ু প্রতিস্থাপন করে ইতিমধ্যে সাফল্যও এসেছে। আর এজন্যই পুরুষের শরীরে জরায়ু প্রতিস্থাপন ও সন্তান ধারণের চিন্তা ভাবিয়ে তুলেছে চিকিৎসকদের। তাদের ধারণা যদি জরায়ু প্রতিস্থাপন দ্বারা নারীদের সন্তান ধারণে সক্ষম করে তোল যায় তাহলে পুরুষের শরীরেও তা অসম্ভব নয়। ফলে পুরুষরাও সন্তান ধারণে সক্ষম হয়ে উঠবে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা যে রিপোর্ট দিয়েছেন তাতে বলা আছে, যে সমস্ত রূপান্তরকামীরা ‘জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট’ সার্জারি করাচ্ছেন তারা চাইলে জরায়ু প্রতিস্থাপনও করতে পারবেন। আর সেক্ষেত্রে পুরুষরা সন্তান ধারণও করতে পারবেন। তবে পদ্ধতিটা যে বেশ জটিল তাও উল্লেখ করেছেন। কারণ নারী ও পুরুষের দেহে যে পেলভিস আছে তার গঠন একরকম হয় না। তাই অদৌও জরায়ু প্রতিস্থাপন দ্বারা পুরুষেরা সন্তান ধারণ সম্ভব কিনা তা নিয়ে সন্দেহ আছে।

এক্ষেত্রে চিকিৎসকরাও দ্বিধা বিভক্ত। তবে সত্যিই যদি পুরুষেরা সন্তান ধারণ করতে পারেন তাহলে সিজারের মাধ্যমে সন্তান জন্মদান কঠিন হবে না। সেক্ষেত্রে যেসব পুরুষেরা মাতৃত্বের অনুভুতি গ্রহণ করতে চান তারা এই পদ্ধতির দ্বারস্থ হতেই পারেন।

তার জন্য এখনো বেশ অপেক্ষা করতে হবে কারণ পুরুষের সন্তান ধারণের এ বিষয়টি এখনো চিন্তার পর্যায়েই আছে। তবে বিজ্ঞান যেহেতু এটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে দ্র্রুতই হয়তোবা কোনো সিদ্ধানে পৌঁছে যাবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –