• শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ২০ রবিউস সানি ১৪৪৬

শাওমি’র স্মার্টফোনে ফের বিস্ফোরণ!

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৮  

এবার রাজধানীতে শাওমি ব্র্যান্ডের স্মার্টফোন বিস্ফোরিত হয়েছে। চলতি সপ্তাহে বাংলাদেশে এটি নিয়ে দ্বিতীয়বারের মত শাওমি ফোন বিস্ফোরণের ঘটনা ঘটল।

এর আগে গত শনিবার (০১ ডিসেম্বর) ফেনীতে স্বপ্নীল মজুমদার (১৭) নামের এক কলেজ ছাত্রের শাওমি ব্র্যান্ডের ফোন বিস্ফোরিত হয়। এতে পরের দিন রোববার (০২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শাওমি ফোন ব্যবহারকারী ঐ কলেজ ছাত্র।

ওই ঘটনার চারদিনের মাথায় ফের মঙ্গলবার (০৪ ডিসেম্বর) সকালে শাওমি ব্র্যান্ডের হ্যান্ডসেট ব্যবহারকারী ইব্রাহিম খলিল নামের একজন বিস্ফোরণ হওয়ার অভিযোগ করেন। ফেসবুকে জাহাঙ্গীর আলম সোহাগ নামের একটি আইডি থেকে বিষয়টি নিয়ে একটি পোস্ট দেওয়া হলে সামাজিক মাধ্যমটিতে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

ফেসবুকের ঐ পোস্টটিতে তিনি লেখেন, ‘সকলের দৃষ্টি আকর্ষণ করছি শাওমি ফোন সেট হতে সাবধান। আমাদের সকলের খুব পরিচিত মুখ খলিল ভাই এর মোবাইল ফোনটি আজ সকালে পুড়ে যায় যা আপনারা ছবিতে দেখতে পারছেন। মোবাইল ফোনটি দুই মাস আগে কেনা হয়’।

এত কিছুর পরেও নিশ্চুপ শাওমি, ক্ষোভ বাড়ছে ব্যবহারকারীদের।

মাত্র চারদিনের ব্যবধানে দু’টি হ্যান্ডসেট বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি শাওমি বা বাংলাদেশে শাওমি’র পরিবেশক এসইবিএল। হ্যান্ডসেট বিস্ফোরণ সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি শাওমির বাংলাদেশে জনসংযোগ সংস্থার কর্মকর্তা মাহবুব রহমান।

এদিকে শাওমি’র প্রতি ব্যাপক ক্ষোভ ব্যক্ত করতে দেখা গেছে ব্র্যান্ডটির ব্যবহারকারীদের। অনেকে শাওমি সম্পর্কিত ফেসবুকের বিভিন্ন গ্রুপে নেতিবাচক মন্তব্য করে চলেছেন। প্রসেনজিত দত্ত নামের এক আইডি থেকে মন্তব্য করা হয়, ‘এমআই পোড়ার ঘটনা নতুন নয়। এটা রেগুলারলি হয়। কোনটা নিউজ আসে কোনটা আসে না’।

সুমন নামের অন্য আরেক আইডি থেকে মন্তব্য করা হয়, ‘এসব খবরে আমরা সাধারণ মানুষেরা বিভ্রান্ত হই যে শাওমি ফোন কিনবো কী কিনবো না। আর যাদের শাওমি ফোন আছে তারা বিভ্রান্ত হই যে এই ব্র্যান্ডের ফোন আর ব্যবহার করবো কী করবো না’।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –