• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

ইউসি ব্রাউজার ফিরেছে নতুন রূপে

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৮  

মোবাইল ফোনে ইউসি ব্রাউজার ব্যবহারকারীর সংখ্যা এদেশে প্রচুর। শুধু বাংলাদেশেই নয়, ব্রাউজারটি সারাবিশ্বে জনপ্রিয়। ২০১৭ সালের এক জরিপে দেখা গেছে, ভারতে প্রায় ১০০ মিলিয়ন মানুষ ইউসি ব্রাউজার ব্যবহার করেন। আর বিশ্বব্যাপী এর ব্যবহারকারীর সংখ্যা ৪২০ মিলিয়নের বেশি।

কিন্তু তাদের জনপ্রিয়তার ভাটা পড়েছে তখনই, যখন গ্রাহকদের তথ্য চুরির অভিযোগ উঠে। তারপর সেই অভিযোগ আমলে নিয়ে প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছিলো অ্যাপসটিকে। এরপর ইউনিভার্সিটি অব টরেন্টোর গবেষকরা ব্রাউজারটি নিয়ে কাজ শুরু করেন ভারতের হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়ে। অনেক গবেষণার পর গুগল প্লে স্টোরে ফিরে এলো চীনের আলিবাবা গ্রুপ মালিকানাধীন ইউসি ওয়েব ব্রাউজার। এবার সম্পূর্ণ নতুন রূপে ফিরেছে ব্রাউজারটি।

নতুন সংস্করণ ১২.৯.৭ উন্মোচন করেছে কর্তৃপক্ষ, যা ভিডিও দেখার ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা দেবে। ইউসিওয়েব জানায়, নতুন সংস্করণে দ্রুত ডাউনলোড গতি, নতুন করে সাজানো ইউজার ইন্টারফেস ও নিউজ ফিড নিজের মতো করে সাজিয়ে নেয়ার ফিচার আনা হয়েছে।

ইউসিওয়েব ইন্ডিয়ার মহাব্যবস্থাপক ড্যামন শি বলেন, বহুজাতিক ইন্টারনেট কোম্পানি হিসেবে আমরা সবসময় গ্রাহকদের সবচেয়ে ভালো ব্রাউজিং ও কনটেন্ট অভিজ্ঞতা দিতে চাই। এবার নিরাপত্তা নিয়েও আমরা কাজ করেছি। আমরা গ্রাহকদের নিশ্চিন্তে রাখতে বেশ কিছু পদক্ষেপও নিয়েছি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –