• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

সমালোচনার মুখে অ্যাপল আইফোন নিয়ে!

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৮  

আইফোন এক্সআর, আইফোন এক্সএস ও আইফোন এক্সএস ম্যাক্স-চলতি বছরের সেপ্টেম্বরে এই তিনটি নতুন স্মার্টফোন বাজারে এনেছে অ্যাপল। উচ্চমাত্রায় বিক্রির আশা থাকলেও প্রত্যাশার ধারে-কাছে যেতে পারেনি ডিভাইস ৩টি। সে কারণে আয়ের দিক থেকেও শীর্ষস্থান হারিয়ে ফেলে প্রতিষ্ঠানটি। অন্যদিকে তাদের সাথে টেক্কা দিয়ে শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নেয় মাইক্রোসফট করপোরেশন।

এ নিয়ে বৈশ্বিক স্মার্টফোন বাজারে ব্যাপক সমালোচনা হচ্ছে। বলা হচ্ছে, অর্থমূল্য অনুযায়ী গুণগত মান না থাকায় ব্যবহারকারীরা অসন্তুষ্ট।

সমালোচনার মুখে পড়ে অ্যাপল কর্তৃপক্ষ প্রকাশ্যে এলো। দাবি করা হয়েছে, চলতি বছর সবচেয়ে সাশ্রয়ী সংস্করণ হিসেবে বাজারে ছাড়া আইফোন এক্সআর সর্বাধিক বিক্রি হওয়া আইফোনের তালিকায় রয়েছে।

প্রযুক্তি কোম্পানি অ্যাপল চলতি বছর প্রিমিয়াম সংস্করণ হিসেবে বাজারে ছাড়ে আইফোন এক্সএস ও আইফোন এক্সএস ম্যাক্স। পাশাপাশি সাশ্রয়ী সংস্করণ হিসেবে ছাড়া হয়েছিল আইফোন এক্সআর।

বিশ্ববাজারের রিপোর্ট বলছে, আইফোন এক্সআর নিয়ে যেমন বিক্রি প্রত্যাশা ছিল, তার ন্যূনতম পূরণ হয়নি। অন্যদিকে বাকি দুই আইফোনের বিক্রিও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। যে কারণে আইফোনের নতুন মডেলগুলোর উৎপাদন কমিয়ে এক বছর আগে বাজারে ছাড়া দশকপূর্তি সংস্করণ নতুন করে উৎপাদন শুরু করেছে প্রতিষ্ঠানটি। চলতি বছর নতুন তিন আইফোন উন্মোচনের পর অ্যাপল এখন পর্যন্ত কতসংখ্যক ইউনিট আইফোন বিক্রি করেছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –