• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

শঙ্কায় ডেল গ্রাহকের তথ্য সংরক্ষণ নিয়ে

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৮  

মার্কিন পার্সোনাল কম্পিউটার (পিসি) নির্মাতা প্রতিষ্ঠান ডেল জানিয়েছে, তাদের গ্রাহকদের তথ্য খোয়া যেতে পারে!

গত ৯ নভেম্বর সাইবার অপরাধীরা ডেলের নেটওয়ার্ক হ্যাক করার চেষ্টা করেছিলো। এ চেষ্টায় হ্যাকাররা খানিকটা সফলও হয়। তাই গ্রাহকের তথ্য সংরক্ষণ নিয়ে আশঙ্কায় আছে ডেল।

প্রতিষ্ঠানটি ইতোমধ্যে প্রাথমিক নিরাপত্তার অংশ হিসেবে গ্রাহকদের পাসওয়ার্ড রিসেট করার ব্যবস্থা নিয়েছে। একই পাসওয়ার্ড একাধিক সাইটে ব্যবহার করে থাকলে সেগুলো পরিবর্তনের পরামর্শ দেয়া হয়েছে।

হ্যাকিংয়ের ঘটনা শনাক্ত করার পর একটি ডিজিটাল ফরেনসিক প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে ডেল কর্তৃপক্ষ। ডেল আরো জানায়, তাদের কম্পিউটার নেটওয়ার্কে সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করা হয়েছে। বিষয়টি নজরে আসার সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছিল। সাইবার অপরাধীরা গ্রাহকের নাম, ই-মেইল, ফোন নম্বর এবং পাসওয়ার্ড হাতিয়ে নেয়ার চেষ্টা করেছিল। তবে নিশ্চিত করে বলা হয়নি সাইবার অপরাধীরা তাদের লক্ষ্য পূরণে সক্ষম হয়েছে কিনা।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –