• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

কোন কোম্পানি কত ব্যয় করে গবেষণা খাতে!

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৮  

উন্নত কোম্পানির মাপকাঠিই হচ্ছে গবেষণা! কোনো পন্যের মানোন্নয়নে গবেষণার বিকল্প কিছুই নেই। একটা কোম্পানি কতটা উন্নত সেটা নির্ভর করে তারা কতটা উন্নত পর্যায়ের গবেষণা করছে। সেই গবেষণালব্ধ ফলাফল কতটুকু বাণিজ্যিক উৎপাদনে কাজে লাগছে। অনেকে নানা সময় প্রশ্ন জুড়িয়ে দেন, বিশ্বের সেরা কোম্পানিগুলো গবেষণাখাতে কতটুকু অর্থায়ন করছে? বা তাদের আরঅ্যান্ডডি সেক্টর কতটা শক্তিশালী!

বৈশ্বিক ১ হাজার প্রতিষ্ঠানের মধ্যে গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) খাতে গত ১ বছরে বিনিয়োগের ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে অ্যামাজন। প্রতিষ্ঠানটি ২হাজার ২৬০কোটি ডলার বিনিয়োগ করেছে গত বছরের অর্ধাংশ থেকে এ পর্যন্ত। সম্প্রতি বৈশ্বিক অ্যাকাউন্টিং এবং পরামর্শক প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউজকুপার্স (পিডব্লিউসি) প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।

গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে অ্যালফাবেট নিয়ন্ত্রিত প্রযুক্তি জায়ান্ট গুগল এবং জার্মান গাড়ি নির্মাতা ফক্সওয়াগন। গত ১বছরে প্রতিষ্ঠান দুটি এ খাতে বিনিয়োগ করেছে যথাক্রমে ১ হাজার ৬২০ কোটি এবং ১ হাজার ৫৮০ কোটি ডলার।

 

1.গবেষণা খাতে কোন কোম্পানি কত ব্যয় করে!

চতুর্থ অবস্থানে রয়েছে স্যামসাং। গবেষণা ও উন্নয়ন খাতে প্রতিষ্ঠানটির বিনিয়োগ ১বছর আগের তুলনায় ৬ দশমিক ৮ শতাংশ বেড়েছে। চলতি বছর মোট বিক্রির ৬ দশমিক ৮ শতাংশই বিভিন্ন প্রযুক্তি নিয়ে গবেষণা ও উন্নয়নে ব্যয় করেছে প্রতিষ্ঠানটি। দক্ষিণ কোরিয়াভিত্তিক ১ হাজার ৫৩০ কোটি ডলার গবেষণা ও উন্নয়ন খাতে ব্যয় করেছে গত ১বছরে।

গত ১ বছরে গবেষণা ও উন্নয়ন খাতে ইন্টেলের বিনিয়োগ ২ দশমিক ৬ শতাংশ বাড়লেও পিডব্লিউসির তালিকায় পঞ্চম অবস্থানে জায়গা পেয়েছে প্রতিষ্ঠানটি। বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতের অন্যতম এ প্রতিষ্ঠানের বিনিয়োগ ১ হাজার ৩১০ কোটি ডলারে পৌঁছেছে। গত বছরের তালিকায় তৃতীয় অবস্থানে ছিল প্রতিষ্ঠানটি। পিডব্লিউসির তালিকায় ষষ্ঠ ও সপ্তম অবস্থানে রয়েছে মাইক্রোসফট ও অ্যাপল। গবেষণা ও উন্নয়ন খাতে এ দুটি প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে যথাক্রমে ১ হাজার ২৩০ কোটি ডলার এবং ১ হাজার ১৬০ কোটি ডলার।

উল্লেখ্য, পিডব্লিউসি বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের ৮৬৯ জন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং নির্বাহী পর্যায়ের কর্মকর্তাদের ওপর জরিপ চালিয়ে এ প্রতিবেদন প্রকাশ করেছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –