• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন: জিএম কাদের

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮  

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, অতীতে কোনো তত্বাবধায়ক সরকারের অধীনেই জাতীয় পার্টি ‘লেভেল প্লেইং ফিল্ড’ পায়নি। তাই নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচনে যেতে আপত্তি নেই জাপার।

শনিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে গণতন্ত্র দিবস উপলক্ষ্যে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

একাদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নির্বাচনে এলে কোনো দলই এককভাবে নির্বাচন করবে না। তখন জাতীয় পার্টি মহাজোটে থেকে নির্বাচনে অংশ নেবে। তবে, তিন’শ আসনেই নির্বাচনের প্রস্তুতি আছে জাতীয় পার্টির।

জিএম কাদের আরো বলেন, ১৯৮২ সালে বাধ্য হয়েই হুসেইন মুহম্মদ এরশাদকে ক্ষমতা গ্রহণ করতে হয়েছে। এরশাদের ন’বছরের দেশ পরিচালনায় মানুষ সুশাসন, গণতন্ত্র এবং নিরাপত্তা পেয়েছিল। কিন্তু ৯০ সালের পর মানুষ গণতান্ত্রিক পরিবেশ ফিরে পায়নি।

তিনি বলেন, এরশাদের নেতৃত্বে সরকার গঠন হলে দেশের মানুষ আবারো সুশাসন ও গণতন্ত্রের স্বাদ পাবে।

বিশেষ অতিথির বক্তব্যে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ১৯৮৬ সালের নির্বাচনে সব দল অংশ নিলেও একটি দল অংশ নেয়নি, তারা ২০১৪ সালের নির্বাচনও বর্জন করেছিল। এবারো নির্বাচনে আসবে কিনা তা বলা যাচ্ছে না।

তিনি বলেন, এরশাদের শাসন আমলকে বিতর্কিত করতেই ষড়যন্ত্রমূলক ভাবে নুর হোসেনকে হত্যা করা হয়েছিল। দুটি দল ২৭ বছর সরকার পরিচালনা করছে কিন্তু নুর হোসেন হত্যা বিচার কেউ করেনি। প্রকৃত খুনীদের খুঁজে বের করে তাদের পরিচয় প্রকাশ্যে ঘোষণা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।

জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সাল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তৃতা করেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভ রায়, মুজিবুল হক চুন্নু, মশিউর রহমান রাঙ্গা, শফিকুল ইসলাম সেন্টু, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, মেজর অবসরপ্রাপ্ত আশরাফ উদ-দ্দৌলা, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম জিন্নাহ, ফখরুজ্জামান জাহাঙ্গীর, এমএ তালহা, জহিরুল ইসলাম জহির, আলমগীর শিকদার লোটন, বাহাউদ্দিন আহম্মেদ বাবুল, অধ্যাপক নুরুল ইসলাম মিলন, আমানত হোসেন, সরদার শাহজাহান।

যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম মধু, মো, শফিকুল ইসলাম শফিক, নোমান মিয়া, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ সেলিম, মো. ইসাহাক ভূইয়া, ফখরুল আহসান শাহাজাদা, মোস্তাকুর রহমান নাঈম, মো. হেলাল উদ্দিন, মো. নাসির উদ্দিন, ইলিয়াস উদ্দিন।

সম্পাদক মন্ডলীর সদস্য মো. বেলাল হোসেন, মো. আনিসুর রহমান খোকন, এমএ রাজ্জাক খান, কাজী আবুল খায়ের, জামাল রানা, গোলাম মোস্তফা, আবু সাঈদ স্বপন, ইঞ্জিনিয়ার এমএ সাত্তার, ইফতেখার আহসান হাসান।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –