• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

রোববার দুপুর ১টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

সম্মেলনে ভোটের তারিখ এক মাস পিছিয়ে নতুন তফসিল ঘোষণারও দাবি জানান তিনি। এর আগে সাংবাদিকদের একটি লিখিত বক্তব্য দেয়া হয়।

সেখানে বলা হয়েছে, জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেয়া খুবই কঠিন। কিন্তু এমন প্রতিকূল পরিস্থিতিতেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ঐক্যফ্রন্ট ৭ দফা দাবি থেকে সরে যাইনি। এই দাবিসহ নির্বাচনের বর্তমান তফসিল একমাস পেছানোর অনুরোধ রয়েছে আমাদের। দাবি আদায়ে ফ্রন্টের সংগ্রাম অব্যাহত থাকবে।

1.নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্ট মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জোটগতভাবে একক প্রতীকে নির্বাচন করার বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান মির্জা ফখরুল।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –