• শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ২০ রবিউস সানি ১৪৪৬

হেরে গিয়ে মনে হয় আন্দোলন করবে: কাদের

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৮  

নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্নার বক্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা ১০ বছরেও নামলো না, এখন ১০ তারিখের পর আন্দোলন করবে। মনে হয় হেরে গিয়ে আন্দোলন করবে, এই তো? দেখি না আন্দোলন করতে কে আসে। মানুষ না থাকলে তো আন্দোলন হয় না।

একইসঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে বিএনপি সরে গেলেও তা যথাসময়েই অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মান্নাকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, মান্না সাহেব অপেক্ষা করুন। ৩০ তারিখে জনগণের রায়ে ভোট বিপ্লব হবে। তখন বুঝবেন আপনার বক্তব্য কতোটা অবান্তর।

এদিকে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন হবে কিনা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। গণমাধ্যমেও এ ধরনের সংশয় নিয়ে খবর প্রকাশ হয়নি। নির্বাচন হবেই। কেউ সরে গেলেও হবে। কারো জন্যই নির্বাচন আটকে থাকবে না। নির্বাচন যথাসময়েই হবে।

সরকারের নীল নকশা বাস্তবায়ন করতে নির্বাচন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের প্রসঙ্গে কাদের বলেন, লন্ডন থেকে নির্বাচন বানচালের নীল নকশা করা হচ্ছে। আমাদের কোনো নীল নকশা নেই। আমাদের নীল নকশা হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের।

এছাড়া ‘নির্বাচনের অনুকূল পরিবেশ নেই’- দলটির এমন অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, অসুস্থ পরিবেশ কোথায় সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে ঢাকা শহরে কোথায় পরিবেশ অসুস্থ? যেটুকু অসুস্থ হয়েছে— সেটা পল্টনে তারা করেছে।

‘আমি নিশ্চিত করে বলছি, আমাদের তরফ থেকে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হবে না। আমরা কোনো বিশৃঙ্খলতায় বিশ্বাস করি না। এ ব্যাপারে আমাদের নেত্রী নেতা-কর্মীদেরকে সতর্ক করে দিয়েছেন। এবার বিজয়ের উৎসবের মতো ভোট হবে’, যোগ করেন ওবায়দুল কাদের।

এর আগে মঙ্গলবার মাহমুদুর রহমান মান্না এই সরকার মানুষ খেয়ে ফেলছে এবং ১০ তারিখের পর জনগণ রাস্তায় নেমে আসবে বলে সরকারের প্রতি হুঁশিয়ার করেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –