• শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ২০ রবিউস সানি ১৪৪৬

২য় দিনেও খালেদার পক্ষে কেউ নেই!

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে প্রার্থীতা ফিরে পেতে দুই দিনে ৩১৮ জন আপিল করেছেন।

মঙ্গলবার নির্বাচন কমিশনে (ইসি) বিভিন্ন রাজনৈতি দল ও স্বতন্ত্র ২৩৪ প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পেতে আপিল করেন।

এর আগে গতকাল সোমবার করেছিলেন ৮৪ জন। তবে দ্বিতীয় দিনেও বিএনপি চেয়ারপার্সন দন্ডিত কারাবন্দী বেগম খালেদা জিয়ার পক্ষে কেউ আপিল করেননি। গতকাল সোমবার ৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল গ্রহণের সময়সীমা থাকলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত আপিল গ্রহণ করা হয়।

আগামীকাল বুধবার আপিল গ্রহণের শেষ দিন। এরপর ৬ ডিসেম্বর থেকে প্রার্থীদের আপিল গ্রহণের ওপর শুনানি চলবে। পরদিন ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ৩০ ডিসেম্বব ভোট গ্রহণ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –