• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

মহাজোটে ৫২ আসন চায় জাপা’র নতুন মহাসচিব রাঙ্গা

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৮  

জাতীয় পার্টির মহাসচিব ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা বলেছেন, মহাজোটের কাছে জাতীয় পার্টি ৫২টি আসন প্রত্যাশা করে। তবে মহাজোটের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমেই মহাজোটের আসন চুড়ান্ত হবে। তিনি বলেন, ৯ ডিসেম্বরের মধ্যেই চুড়ান্ত ভাবে আসন বন্টন হবে। কোনোভাবেই মহাজোটে ভুল বোঝাবুঝি হবে না।

সোমবার বিকেল ৪টায় জাপা চেয়ারম্যানের বনানী অফিসে নব-নিযুক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নিয়ে গণমাধ্যমের সঙ্গে এসব কথা বলেন।

তিনি বলেন, পার্টিকে শক্তিশালী গণতান্ত্রিক দল হিসেবেই প্রতিষ্ঠিত করা হবে। তিনি বলেন, তৃণমূলের সব নেতাকর্মীদের আবারো সংগঠিত করার উদ্যোগ নেয়া হচ্ছে। জাপাকে শক্তিশালী করতে আরো রাজনৈতিক কর্মী তৈরী করবো। তিনি জাতীয় পার্টির সব স্তরের নেতাকর্মী এবং গণমাধ্যমের সহায়তা কামনা করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাঙা বলেন, দলের মধ্যে কেউ মনোনয়ন বানিজ্যে জড়িত থাকলে তার বিরুদ্ধে দলীয় ভাবেই সিদ্ধান্ত নেয়া হবে। এ জন্য প্রয়োজনে তদন্ত কমিটিও গঠন করা হবে।

নব-নিযুক্ত মহাসচিব আরো বলেন, গত নির্বাচনের আগেও দলের মধ্যে একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। তাতে আমরা নির্বাচনে প্রত্যাশিত ফলাফল পাইনি। এবারো নির্বাচনের পূর্বে একটি অশুভ শক্তি তৎপরতায় স্বাভাবিক কর্মকান্ড বাঁধা গ্রস্থ হচ্ছিলো। হায়েনার মতই অশুভ শক্তি তৎপরতা শুরু করেছিলো। পল্লীবন্ধুর আদর্শ তৃণমূলে আবারো ছড়িয়ে দেবো। যাতে প্রতিটি মানুষ ভোট দেয়ার আগে একবার হলেও ভেবে দেখবেন। তিনি বলেন, দেশের মানুষ অবশ্যই জাতীয় পার্টির লাঙলে ভোট দেবে।

সংবাদ সম্মেলনে প্রেসিডিয়াম সদস্য মো. হাফিজ উদ্দিন, সুনীল শুভরায়, আজম খান, এ টি ইউ তাজ রহমান, মেজর অবসরপ্রাপ্ত মো. খালেদ আখতার, শফিকুল ইসলাম সেন্টু, উপদেষ্টা মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, এ কে এম মোস্তাফিজুর রহমান, মো. নোমান, সোমনাথ দে, মোর্শেদ মুরাদ ইব্রাহিম, জাফর ইকবাল সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, আলমগীর সিকদার লোটন, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, জহিরুল আলম রুবেল, দিদারুল কবির দিদার, সাংগঠনিক সম্পাদক- মোস্তাফিজুর রহমান নাঈম, মোবারক হোসেন আজাদ, আমির হোসেন ভূইয়া প্রমুখ ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –