• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

জাপাকে শক্তিশালী গণতান্ত্রিক দল হিসাবে প্রতিষ্ঠার অঙ্গীকার

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৮  

অবশেষে রংপুরে আবদ্ধ হলো জাতীয় পার্টি। চেয়ারম্যান, সিনিয়র কো-চেয়ারম্যান, কো-চেয়ারম্যানের পর এবার মহাসচিবও রংপুরের। নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব নিলে মশিউর রহমান রাঙ্গা। বাবার বাড়ি ময়মনসিংহ হওয়ায় রওশন এরশাদ রংপুরের বাইরের হলেও, স্বামীর বাড়ির সূত্রে তিনি রংপুরের পুত্রবধু। অর্থাৎ পার্টির সব শীর্ষ পদ এখন রংপুরের দখলে।

জাপাকে শক্তিশালী গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠায় চেয়ারম্যানের নির্দেশনা কার্যকরে নিজেকে উৎসর্গ করতে দৃঢ় প্রতিজ্ঞ নতুন মহাসচিব। সে অনুযায়ীই কাজ করতে চান তিনি। যেনো পার্টির নেতাকর্মীরা নিজেদের সুশৃঙ্খলভাবে দেশের সেবা নিয়জিত থাকেন।

 

1.রংপুরে আবদ্ধ জাপা; শক্তিশালী গণতান্ত্রিক দল প্রতিষ্ঠার অঙ্গীকার

নতুন মহাসচিব বলেন, জাপা একটি সুশৃঙ্খল পার্টি, তৃণমূল থেকে শুরু করে সব নেতাকর্মীকে সংগঠিতভাবে কাজ করার সুযোগ তৈরি করা হবে। জাতীয় পার্টিকে শক্তিশালী করতে আরো রাজনৈতিক কর্মী তৈরি করা হবে।

তিনি বলেন, যারা ভুল বোঝাবুঝির কারণে দূরে সরে গেছেন বা সরে আছেন ফিরে আসুন বসে সমস্যা সমাধন করে এক সঙ্গে কাজ করি।

তিনি বলেন, জাতীয় পার্টি ফেলে দেয়ার মতো দল নয়। এর আগে আমরা সরকারে ছিলাম। আবারো দল একটি পর্যায়ে আসার পর অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে ওঠেছে। এজন্য দলে পরিবর্তন এসেছে। দলের মধ্য কোনো অনিয়ম পেলে বা মনোনয়ন বাণিজ্য হলে বহিষ্কারের সিদ্ধান্তও আসতে পারে। তবে দলের অশুভ শক্তি কারা সে বিষয়ে পরিষ্কার করে বলেননি রাঙ্গা।

 

2.রংপুরে আবদ্ধ জাপা; শক্তিশালী গণতান্ত্রিক দল প্রতিষ্ঠার অঙ্গীকার

মহাসচিব বলেন, আমাকে তিনবার দল থেকে বহিষ্কার করা হয়েছিল। আমি দল থেকে বেরিয়ে যাইনি। যারা দল থেকে বেরিয়ে গেছেন আপনারা আসুন, যে অবস্থানে আপনারা আছেন সে অবস্থানে রাখা হবে।

চেয়ারম্যান দলের পিতা, তিনি বকা দেবেন, ভুল করলে বহিষ্কার করবেন। তাই বলে দল থেকে চলে যাবো কেন? আমি যাইনি বলেই আজ একটা পর্যায়ে আসতে পেরেছি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাঙ্গা বলেন, আমরা মহাজোটের কাছ থেকে কতটা আসন পাবো তা এখনো পরিষ্কার নয়। অথচ এটা আরো তিন মাস আগে জানার কথা। তারা কোথায় নির্বাচন করবে, পরিবেশ আছে কি-না তা জানি না। আমাদের ১০টি না ১০০টি আসন দেয়া হবে তার সঠিক অবস্থান ঠিক করা হয়নি।

বিদায়ী মহাসচিবের বিষয়ে কিছু না বললেও ঋণ খেলাপির কারণে হাওলাদারের মনোনয়ন বাতিল হয়েছে বলে জানান তিনি।

 

3.রংপুরে আবদ্ধ জাপা; শক্তিশালী গণতান্ত্রিক দল প্রতিষ্ঠার অঙ্গীকার

হঠাৎ মহাসচিব বদলের পর নেতাকর্মীরা নতুন মহাসচিবকে নিয়ে আনন্দ প্রকাশ করলেও অনেকেই আবার নাখোশ। তারা মুখ খুলেছেন না। এতদিন পার্টি অফিসে যারা অনপুস্থিত ছিলেন মহাসচিব পরিবর্তনের পর তারাও পার্টি অফিসে এসে হাজির হয়েছেন। অন্যদিকে যারা নির্বাচনের আমেজ শুরু হওয়ার পর পার্টি অফিসে থাকতেন তাদের দেখা যায়নি।

এদিকে মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর সোমবার সকালে মশিউর রহমান রাঙ্গা প্রথমে দেখা করেন বিরোধীনেতা ও দলের সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদের সঙ্গে। তাকে সালাম করে দোয়া নিয়ে বিকেল ৩টায় আসেন চেয়ারম্যান কার্যালয়ে। এসময় তাকে নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। নেতাকর্মীদের সঙ্গে বুকে বুক মেলান রাঙ্গা। দায়িত্ব পালনে নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা চান তিনি।

পরে রাঙ্গা সংবাদ সম্মেলন করেন। সেখান থেকে আবার দেখা করতে যান বিরোধী দলীয় নেতার বাসায়। রাতে কাকরাইলের দলীয় কার্যালয়ে যাওয়ার কথা থাকলেও যাননি সেখানে। নতুন মহাসচিব আসবেন মনে করে বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত নেতাকর্মীর উপস্থিতিতে মুখরিত ছিল পার্টির কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়।

হাওলাদারের অপসারণ প্রসঙ্গ ছিল কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের আলোচনার মূল বিষয়বস্তু। দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে মনোনয়ন বাণিজ্য, টাকার বিনিময়ে জেলা উপজেলা কমিটি দেয়া, ত্যাগী নেতাদের বিভিন্ন সময়ে বহিস্কার, নিজের অনুগতদের পদায়ন ইত্যাদি অপকর্ম এর সমলোচনায় মুখর ছিলেন নেতাকর্মীরা। মহাসচিবের পদ থেকে অপসারণে খুশি অধিকাংশ নেতাকর্মী। নেতাদের অনেকেই উল্লাস প্রকাশ করেছেন। হাওলাদার অনুগত দলের যুগ্ম দপ্তর সম্পাদক রাজ্জাক খানকে সারাদিন কাকরাইলের অফিসে দেখা যায়নি। মহাসচিবের নিজস্ব মানুষ হিসেবে নেতাকর্মীদের রোষানলের ভয়ে তিনি অফিসে অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে।

 

4.রংপুরে আবদ্ধ জাপা; শক্তিশালী গণতান্ত্রিক দল প্রতিষ্ঠার অঙ্গীকার

তবে প্রতিদিনের মতো কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে আড্ডা দেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, সরদার শাহাজান, জহিরুল ইসলাম জহির, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, জহিরুল আলম রুবেল, মোস্তাকুর রহমান, হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, মহিলা পার্টির মনোয়ারা তাহের মানু, যুবসংহতির মোহাম্মদ আলমগীর, দ্বীন মোহাম্মদসহ বিপুল সংখ্যক নেতাকর্মীকে।

নতুন মহাসচিবের নেতৃত্বে দলকে শক্তিশালী করতে সন্ধ্যায় পার্টি অফিসে মতবিনিময় সভা করেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জহিরুল আলম রুবেল। মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড ইউনিটের এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে রুবেল বলেন, প্রতিটি ওয়ার্ডে অলি গলিতে সংগঠনকে শক্তিশালী করতে হবে। যখন যেখানে প্রয়োজন দলের জন্য ছুটে যেতে হবে। নতুন মহাসচিবের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণকে এরশাদের দূর্গে পরিণত করতে হবে।

এসময় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগরীর নেতা আমির উদ্দিন আহমেদ ডালু, জাহাঙ্গীর আলম, মাহবুবুর রহমান খসরু, মিনি খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

5.রংপুরে আবদ্ধ জাপা; শক্তিশালী গণতান্ত্রিক দল প্রতিষ্ঠার অঙ্গীকার

এদিকে রংপুরের সন্তান মশিউর রহমান রাঙ্গাকে জাপার মহাসচিব করায় রংপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে। মিছিলে নারী-পুরুষসহ ব্যাপক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সোমবার (৩ ডিসেম্বর) সকালে জাতীয় পার্টির গঠনতন্ত্র মোতাবেক এ বি এম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে মসিউর রহমান রাঙ্গাকে পার্টির নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেন এরশাদ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –