• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বৃহত্তর কর্মসূচি দেয়া হতে পারে

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৮  

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বৃহত্তর কর্মসূচি দেয়া হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। গ্রেফতার অব্যাহত আছে।

শনিবার বিকেলে প্রেসক্লাবে নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিলেও তফসিল ঘোষণার পরে বিরোধীদলের নেতাকর্মীদের অনবরত গ্রেফতার চলছে।

এ সময় সরকারের নীলনকশা বাস্তবায়ন করছে নির্বাচন কমিশন, নির্বাচন গ্রহণযোগ্য করতে কোনো পদক্ষেপই নিচ্ছে না কমিশন বলেও মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, গণতন্ত্র রক্ষা করতে, মানুষের অধিকার ফিরিয়ে আনতে, সংবিধানকে সমুন্নত রাখতে এবং খালেদা জিয়াসহ অন্য রাজনৈতিক নেতাদের মুক্ত করার জন্য ঐক্যফ্রন্টের সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর এখনো প্রতিদিন বেআইনিভাবে গায়েবি মামলায় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এমনকি প্রার্থী হয়েছেন যারা তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে।

তিনি বলেন, অবিলম্বে নেতাকর্মীদের গ্রেফতার বন্ধ করা হোক। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি দেয়া হোক, মামলা প্রত্যাহার করা হোক। তা না হলে এ নির্বাচন জনগণের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না।

বিএনপি মহাসচিব বলেন, আমরা আশা করব, ড. কামাল হোসেনের এ সংবাদ সম্মেলনের পর গ্রেফতার বন্ধ হবে। অন্যথায় নির্বাচনের পরিবেশ সুষ্ঠু করার জন্য এবং নির্বাচনকে গ্রহণযোগ্য করতে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –