• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

সিপিবি`র ইশতেহার ঘোষণা

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম দল হিসেবে ইশতেহার ঘোষণা করল বাংলাদেশের কমিউনিষ্ট পাটি-সিপিবি।

শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টনে দলের কার্যালয়ে এ ইশতেহার ঘোষণা করেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

জানান, আগামী নির্বাচনে জয়ী হলে, বাম গণতান্ত্রিক জোটকে সঙ্গে নিয়ে ভিশন-মুক্তিযুদ্ধ ৭১ এর আলোকে, ৩০ দফা কর্মসূচি বাস্তবায়ন করবেন তারা। এবারের নির্বাচনে ৭৫টি সংসদীয় আসনে প্রার্থী দিয়েছে সিপিবি।

তিনি বলেন, গ্রামকেন্দ্রীক গরীববান্ধব অর্থনীতি গড়ে তুলে গ্রামীণ উন্নয়নের পথে নিয়ে যেতে চায় তারা। গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ করা হবে। প্রজাতন্ত্রের মালিক হবে জনগণ, সংবিধানের এই বাণীকে যথার্থ অর্থে বাস্তবায়ন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –