• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

পরাজিত হবে বিএনপি-জামায়াত জোট:নাসিম

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাঙালি জাতি বিএনপি-জামায়াত জোটসহ সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও জঙ্গিদের চিরতরে পরাজয় করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সঙ্গে পেশাজীবী সমন্বয় পরিষদের এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

নাসিম বলেন, এবারের নির্বাচন বিএনপি-জামায়াত জোটের দুর্নীতিবাজ, সন্ত্রাসবাদ এবং জঙ্গি লালনকারীদের চিরতরে পরাজিত করার নির্বাচন। নির্বাচনের পরে বাংলাদেশে স্বাধীনতার পক্ষের শক্তি ছাড়া আর কোনো রাজনৈতিক অপশক্তি থাকবে না। এ প্রেক্ষিতে তিনি আরো বলেন, ডিসেম্বর মাস বিজয়ের মাস। বাঙালি এ মাসে বিজয় ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। এবারে ডিসেম্বরের নির্বাচনে বাঙালি জাতি অপশক্তি, নীতিহীন, আদর্শহীন ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে রায় দিয়ে আবারো বিজয় অর্জন করবে।

“দেশের জনগণ নবান্ন উৎসবের মতো ভোট উৎসবের জন্য প্রস্তুত। জনগণ ভোট দিতে চায়, নৌকাকে বিজয়ী করতে চায়”, মন্তব্য করেন তিনি।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের (এফবুটা) সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নূর মোহাম্মদ তালুকদার, কৃষিবিদ ইন্সটিটিউশনের সভাপতি এম এম সালেহ প্রমুখ।

এতে আরো উপস্থিত ছিলেন,আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আব্দুর সবুর, উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –