• শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ২০ রবিউস সানি ১৪৪৬

জামায়াতকে ভোট না দেয়ার আহ্বান

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮  

বিজয় দিবসে দেশব্যাপী বিজয় মঞ্চ তৈরি করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহণ মন্ত্রী ও সম্মিলিত মুক্তিযোদ্ধা পরিষদের আহ্বায়ক শাহজাহান খান। বিজয় মঞ্চ থেকে জামায়াত-রাজাকার-আলবদর যুদ্ধাপরাধী, পেট্টোল বোমায় মানুষ হত্যাকারি ও তাদের সমর্থকদের ভোট না দেয়ার আহ্বান জানান হবে।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ডিসেম্বর মাস বিজয়ের মাস। এই মাসে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ, শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন ও মুক্তিযুদ্ধের সন্তান এবং প্রজন্ম সংগঠন ঐক্যবদ্ধভাবে ৪টি কর্মসূচি ঘোষণা করছে।

এর মধ্যে ১৬ ডিসেম্বর রোববার থেকে দেশব্যাপী বিজয় মঞ্চ প্রতিষ্ঠিত হবে। ২৮ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করা এবং যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধী অপশক্তি সম্পর্কে সচেতন করা হবে। ভোটারদের জামায়াত-রাজাকার-আলবদর যুদ্ধাপরাধী, পেট্টোল বোমায় মানুষ হত্যাকারি ও তাদের সমর্থকদের ভোট না দেয়ার আহ্বান জানানো হবে বলেও জানান তিনি।

মন্ত্রী জানান, এছাড়াও ১ ডিসেম্বর শাহবাগে সমাবেশ, ১৪ ডিসেম্বর রায়ের বাজার বধ্যভূমিতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ১৫ ডিসেম্বর শনিবার বিকেল ৩টায় শাহবাগ চত্বরে সমাবেশ এবং সমাবেশ শেষে র‍্যালি নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –