• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশে এসেছেন ভুটানের রাষ্ট্রদূত

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৪  

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে এসেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল। আজ সোমবার দুজন সফরসঙ্গীসহ ভারতের কোচবিহারের চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। ইমিগ্রেশনের কার্যক্রম শেষে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।  বুড়িমারী ইমিগ্রেশন সূত্র জানায়, ৫ আগস্ট সরকার পদত্যাগের পর রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল লালমনিরহাটের বুড়িমারী ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে ভুটানে চলে যান। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ বাংলাদেশে ফিরেছেন এ ভুটানি রাষ্ট্রদূত। এ সময় উপস্থিত লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মেহেদী হাসান, বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ আহসান হাবীব সরকার পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –