• বুধবার ২৬ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১১ ১৪৩১

  • || ১৮ জ্বিলহজ্জ ১৪৪৫

লালমনিরহাটের কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদযাপন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ জুন ২০২৪  

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদ উল আজহা উদযাপন করছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের অর্ধশত পরিবার। রবিবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার  চন্দ্রপুর ইউনিয়নের চন্দ্রপুর উত্তর বালাপাড়া পানি খাওয়ার ঘাট জামে মসজিদে পবিত্র ঈদুল আজহা নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে নামাজে ইমামতি করেন মাওলানা আতিকুর রহমান।

ইমাম মো. মাওলানা আতিকুর রহমান বলেন, সহি হাদিসের আলোকে অনেক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে চন্দ্রপুর উত্তর বালাপাড়া পানি খাওয়ার ঘাট জামে মসজিদ ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। এ জামাতে জেলার বিভিন্ন উপজেলা অর্ধশত মুসল্লি এক সঙ্গে নামাজ আদায় করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, সুন্দ্রহবী, চন্দ্রপুর, ও মুন্সীপাড়া গ্রামের প্রায় অর্ধশত পরিবারের মুসল্লিরা পবিত্র ঈদুল আজহা নামাজ আদায় করেন। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে  ঈদ করেন এসব গ্রামের মুসল্লিরা।
উত্তর বালাপাড়া  ঈদগাহ মাঠের  সভাপতি জনাব মোঃ আব্দুর রশিদ বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিগত কয়েক বছর ধরে এই এলাকার মানুষ ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে-কদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) ইমতিয়াজ কবির জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে অনেক আগে থেকে চলবলা ও তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি, চন্দ্রপুর ইউনিয়নের পানি খাওয়ার ঘাট এলাকায় ঈদের নামাজ আদায় করে আসছে কিছু মানুষ। নামাজ আদায়ের সময় মুসল্লিদের নিরাপত্তায় পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –