• শুক্রবার ২৮ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১৪ ১৪৩১

  • || ২০ জ্বিলহজ্জ ১৪৪৫

অটো উল্টে মসজিদের ইমামের মৃত্যু, স্ত্রী-সন্তান হাসপাতালে

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ মে ২০২৪  

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অটোরিকশা উল্টে হাফেজ মজিদুল ইসলাম (৪০) নামে মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রীসহ আরো দুই যাত্রী আহত হন।

বৃহস্পতিবার (৩০ মে) বিকেলের দিকে উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পলাশী ইউনিয়নের মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ মজিদুল ইসলাম ঐ উপজেলার সারপুকুর ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল আজিজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, জামুরটারী চৌরাস্তা জামে মসজিদের ইমাম হাফেজ মজিদুল ইসলাম তার স্ত্রী ও সন্তানসহ সপরিবারে একটি অটোরিকশাযোগে রংপুর যাচ্ছিলেন। পথিমধ্যে পলাশী মদনপুর এলাকায় অটোরিকশাটি একটি ট্রাককে সাইড দিতে গিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে। এ সময় সব যাত্রী অটোর নিচে পড়ে। এ ঘটনায় হাফেজ মজিদুল এবং তার স্ত্রী শারমিনসহ মোট তিনজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাফেজ মজিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

আদিতমারী থানা ওসি মাহমুদ উন নবী বলেন, আহত অন্য যাত্রীরা সুস্থ আছেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –