• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

বিএনপি নেতা দুলুর নামে তথ্যপ্রযুক্তি আইনে অভিযোগ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩  

বঙ্গবন্ধুকে তাচ্ছিল্য করে ডা. ইউনূসের সঙ্গে তুলনা করে বক্তব্য দেওয়ায় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর নামে তথ্যপ্রযুক্তি আইনে অভিযোগ হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে অ্যাডভোকেট মো. রফিকুল হাসান খান বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন।

এর আগে, গত বুধবার সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশে আসাদুল হাবিব দুলু বঙ্গবন্ধুকে তাচ্ছিল্য করে বক্তব্য দেন। পরে শুক্রবার রাতে অ্যাডভোকেট রফিকুল হাসান খান বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –