• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

পাটগ্রামে কৃষি উপকরণ বিতরণ শুরু

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৯ নভেম্বর ২০১৮  

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে উপজেলার তিন হাজার ৫ কৃষককে কৃষি প্রণোদনার উপকরণ হিসেবে সার ও বীজ কৃষকদের মাঝে বিতরণ শুরু করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ মোতাহার হোসেন এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে স্থানীয় উপজেলা পরিষদ শহীদ আফজাল হোসেন মিলনায়তনে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আব্দুল করিমের সভাপতিত্বে আলোচনাসভা হয়।

এতে বক্তব্য দেন স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম ও  উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পুর্ণ চন্দ্র রায় প্রমুখ।

এ সময় উপজেলা কৃষি কৃষিবিদ নূর আলম বলেন, চলতি বছরে উপজেলার তিন হাজার ৩০৫ কৃষককে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ করা হবে। এর মধ্যে ৩০০ জন চাষিকে সরিষা বীজ, ৬০০ জন চাষিকে গম বীজ একহাজার ৯০০ জন চাষিকে ভুট্টা বীজ, ২০০ জন চাষিকে মুগডাল বীজ, ও পাঁচজন চাষীকে বিটি বেগুন বীজসহ ডিএপি ও এমপিও সার দেওয়া হবে। এর মধ্যে উদ্বোধনী দিনে ৩০০ প্রান্তিক চাষির মাঝে এক কেজি সরিষা বীজ, ও ভুট্টা ২০০ কৃষককে ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার হিসাবে বিতরণ করা হল।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –