• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

কিশোরগঞ্জের স্থানীয়দের সাথে নিয়ে ফায়ার সার্ভিস মোহড়া

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৮  

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের উদ্যোগে উপজেলার বস্তি এলাকায় গিয়ে বসত বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগলে কিভাবে আগুন নিয়ন্ত্রন করতে হবে সে বিষয়ে সচেতনতা মূলক মোহড়া অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের কেশবা গুচ্ছগ্রাম এলাকায় ও শনিবার (১ ডিসেম্বর) পুটিমারী ধাপের ডাঙ্গা গুচ্ছগ্রাম এলাকায় প্রায় ঘন্টা ব্যাপী করে উপস্থিত সকলকে বসত বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগলে কিভাবে নিয়ন্ত্রন করতে হয় সে বিষয়ে হাতে হাতে ও বাস্তবে শেখানো হয়।

অনাকাঙ্খিত ভাবে কারো বসতবাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগলে শান্ত মনে কৌশল অবলম্বন করে আগুন নেভানোর চেষ্টা করতে হবে। স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিতে হবে। বিদ্যুতের আগুন লাগলে আগুনে পানি দেয়ার পূর্বে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দিয়ে নিরাপদে আগুন নেভানোর চেষ্টা করতে হবে। আগুন নেভানোর জন্য মাটি,বালু ও ভেজা বস্তা দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করতে হবে।

কিভাবে তেলে আগুন লাগলে সহজে আগুন নেভানো হয় সে বিষয়ে উপস্থিত সকলকে বাস্তবে আগুন জালিয়ে নিজ হাতে আগুন নেভানোর কৌশল শেখানো হয়। উপস্থিত সাধারণ মানুষ বাস্তবে আগুন নেভানোর কৌশল ও নিয়ন্ত্রন করার সহজ পদ্ধতি শিখতে পেরে খুশিতে হাত তালি দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের অভিনন্দন জানান।

আগুন আমাদের কাছে সব সময়ে পরম বন্ধু হিসাবে কাজ করে। রান্নার সময় আগুন নিভে গেলে আমাদের মন মেজাজ খারাপ হয়ে যায়। কিন্তু এই আগুন আমাদের নিয়ন্ত্রনের বাহিরে গেলে আমাদের দীর্ঘ দিনের গড়ে তোলা স্বপ্নকে পুড়ে ছারখার করে দেয়। তাই আগুন নিয়ে সকলেই সাবধান থাকবেন,সচেতনতার সাথে আগুন ব্যবহার করবেন। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রেদওয়ানুজ্জামান সকলের উদ্দেশ্যে বলেন ।

বিদ্যুতের আগুন লাগলে দ্রুত গতিতে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করা পর্যন্ত আগুনে পানি না ঢালার জন্য পরামর্শ দেন । পরে বাস্তবে পেট্রোলে আগুন দিয়ে নেভানোর সহজ কৌশল শিখিয়ে মোহড়া কার্যক্রমের সমাপ্তি ঘটে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –