• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

নীলসাগর ট্রেনের টিকিট নিয়ে সৈয়দপুরে যতো কাণ্ড!

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৮  

নীলফামারীর সৈয়দপুরে নীল সাগর আন্ত:নগর ট্রেনের টিকিট নিয়ে কালো বাজারীদের দৌড়াত্ম্য বেড়ে যাওয়ায় কয়েক মাস আগেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েক বার রেলওয়ে ষ্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়৷ প্রশাসনের অভিযানের ফলে বেশ কিছু দিন কালো বাজারে ট্রেনের টিকিট কেনা বেচা বন্ধ ছিল৷ হঠাৎ করে সংঘবদ্ধ ওই চক্রটি আবার নতুন কৌশলে শুরু করেছে তাদের টিকিট বেচা কেনার ধান্ধা৷

অভিযোগ উঠেছে, টিকিট কালোবাজারিদের কারণে প্রকৃত যাত্রীরা কাউন্টারে টাকা দিয়েও পাচ্ছে না তাদের কাংঙ্খিত ট্রেনের টিকিট৷ অথচ কালোবাজারিদের বেশী টাকা দিলে মিলছে সেই টিকিট৷ এতে নীলসাগর ট্রেনের যাত্রীরা প্রতারিত হওয়া সহ চরম দূর্ভোগের মধ্যে পড়ছে৷ অনুসন্ধানে জানা যায়, প্রভাবশালী সংঘবদ্ধ চক্রটির সাথে টিকিট কাউন্টারের কতিপয় ব্যক্তি সহ রেলেওয়ে ষ্টেশনের কুলি, পানের দোকানদার ও চায়ের দোকানদার ট্রেনের টিকিট বেচা কেনার সাথে জড়িত রয়েছে৷

এছাড়াও কালো বাজারে ট্রেনের টিকিট বিক্রি করার অপরাধে একজন টিকিট মাষ্টারকে শাস্তিস্বরুপ পার্বতীপুর রেলওয়ে ষ্টেশনে বদলি করা হয়৷ সেই ব্যক্তিকে প্রভাবশালী চক্রটি আবার সৈয়দপুর রেলওয়ে ষ্টেশন টিকিট কাউন্টারে ফিরিয়ে আনায় কালো বাজারিরা ফের সরব হয়ে উঠেছে বলে জানা যায়৷ সচেতন মহলের দাবী, এ অবস্থা নিরসনে নীলসাগর আন্ত:নগর ট্রেনের টিকিট কালো বাজারে বিক্রয়ের সাথে যারা জড়িত তাদের চিহিৃত করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা জরুরি৷

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –