• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে টোনার...

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮  

বছর জুড়ে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ত্বকের অতিরিক্ত যত্নের প্রয়োজন হয়। সারাদিনের ধুলোবালি, ময়লা, ও অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে টোনার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত টোনার ব্যবহার করলে ত্বক থাকবে সজীব ও প্রাণবন্ত। তাই জেনে নিন, কীভাবে ঘরে প্রকৃতিক উপায়ে টোনার তৈরি করতে পারেন। তাও আবার শুধুমাত্র ঘরোয়া উপাদানগুলোর সাহায্যে-

টোনার তৈরির জন্য প্রথমেই দরকার শসা। সব ধরণের ত্বকের জন্য খুব ভালো কাজ করে এটি। একটি শসা কেটে মিক্সারে পেস্ট তৈরি করে নিতে হবে। এবার পেস্ট থেকে শসার রস আলাদা করে নিতে হবে। শসার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই, অ্যান্টি-অক্সিডেন্ট ও পটাসিয়াম রয়েছে। যা ব্রনের দাগ দূর করার পাশাপাশি চোখের চারপাশের কালো দাগ দূর করতেও সাহায্য করে। শসার মধ্যে ব্লিচিং প্রপার্টিস রয়েছে, যা ত্বকের রোদে পোড়া ভাব দূর করে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। পাশাপাশি এটি বয়সের ছাপ দূর করতেও সাহায্য করে থাকে।

 

1.ত্বকের উজ্জ্বলতা বাড়াতে টোনার

শসার রস আলাদা করে নিয়ে এর মধ্যে দিতে হবে এক টেবিল চামচ মধু। ত্বক যদি বেশি তৈলাক্ত হয়ে থাকে তবে এখানে মধুর পরিবর্তে এক টেবিল চামচ লেবুর রস নিতে পারেন। এই দুটি উপাদান মিক্স করে নিতে হবে। আসলে মধু সব ধরণের ত্বকের জন্য সমান উপকারী। ত্বক থেকে বলিরেখা, রোদের পোড়া দাগ ও ব্রনের দাগসহ সমস্ত রকমের কালো দাগ দূর করতে সাহায্য করে। মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজার। এর মধ্যে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, পটাশিয়াম ও পুষ্টি সমৃদ্ধ নানা উপাদান। যা ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে কাজ করে নানা রকম সমস্যার হাত থেকেও ত্বককে রক্ষা করে। এটি ব্রনের সমস্যা কমানোসহ ত্বকের নানা ধরণের সমস্যা প্রতিরোধ করে ফর্সা ত্বক পেতে সাহায্য করে। মিশ্রণটি একটি বাতাস প্রতিরোধক কন্টেনারে ভরে ফ্রিজে তিন থেকে চার দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন।

 

2.ত্বকের উজ্জ্বলতা বাড়াতে টোনার

এছাড়াও একটি লেবু দুই ভাগ করে মুখে ম্যাসাজ করতে পারেন। কারণ লেবুতে থাকে সাইট্রিট এসিড। যা ত্বকের অতিরিক্ত তেল, পিগমেন্টেশন, রোদে পোড়া দাগ দূর করতে সাহায়তা করে থাকে। লেবুতে বিদ্যামান থাকা ভিটামিন সি মুখের কালো দাগ দূর করে ত্বক ফর্সা ও উজ্জ্বল করতে সাহায্য করে। মুখ ধোঁয়ার আগে এক টুকরো শসা নিয়ে ১৫ থেকে ২০ মিনিট মুখে ম্যাসাজ করতে পারেন। প্রতিদিন এভাবে ব্যবহার করলে ত্বক পরিষ্কার হবে। কারণ শসার রস প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। রাতে ঘুমানোর আগে একটা আইস কিউব দিয়ে মুখে ম্যাসাজ করতে পারেন। এতে মুখে রক্তে চলাচল সচল থাকবে আর ত্বক দ্রুত উজ্জ্বল হবে।

 

3.ত্বকের উজ্জ্বলতা বাড়াতে টোনার

টোনার কীভাবে ব্যবহার করবেন?

টোনার ব্যবহারের আগে ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিন। ত্বকের উপর বানানো মিশ্রণটি তুলার সাহায্যে ভালোভাবে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করতে হবে। চোখের চারপাশের কালো দাগ দূর করতে এটা চোখের চারপাশেও ব্যবহার করতে পারেন। এছাড়া টোনার ব্যবহার করলে ত্বকের লালচে ভাব, রোদে পোড়া ভাব আর ত্বক থেকে বলিরেখা পুরোপুরি দূর হয়ে যায়। এমনকি এই টোনার ব্যবহারে আপনার ত্বক থাকবে মেছতামুক্ত। দিনে দু’বার টোনার ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করলে সবসময় ত্বক থাকবে উজ্জ্বল ও টানটান।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –