• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

বেসনের হেয়ার মাস্ক

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৯ নভেম্বর ২০১৮  

বেসন ত্বকের উপকারি তা সকলেরই জানা। বেসন কিন্তু চুলের জন্য ততটাই ভালো। বহুকাল ধরেই বেসনকে ত্বকের বিভিন্ন অসুবিধা এবং চুলের সমস্যার সমাধানে ব্যবহার করা হয় বেসনের মধ্যে রয়েছে অনেক স্বাস্থ্যকর উপাদান যা চুলের স্বাস্থ্য রক্ষায় উল্ল্যেখযোগ্য ভূমিকা রাখে চুল বৃদ্ধি, চুল পড়া বন্ধ করা, চুল পরিষ্কার করে, প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেকাজ করে, খুশকি দূর করে।

 

1.বেসনের হেয়ার মাস্কবেসন ত্বকের উপকারি তা সকলেরই জানা। বেসন কিন্তু চুলের জন্য ততটাই ভালো। বহুকাল ধরেই বেসনকে ত্বকের বিভিন্ন অসুবিধা এবং চুলের সমস্যার সমাধানে ব্যবহার করা হয় বেসনের মধ্যে রয়েছে অনেক স্বাস্থ্যকর উপাদান যা চুলের স্বাস্থ্য রক্ষায় উল্ল্যেখযোগ্য ভূমিকা রাখে চুল বৃদ্ধি, চুল পড়া বন্ধ করা, চুল পরিষ্কার করে, প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেকাজ করে, খুশকি দূর করে। বেসন মাস্কের অনেক ধরন রয়েছে, যেটা আপনি নিজের চুলের ধরন এবং তার সমস্যা হিসেবে ব্যবহার করতে পারবেন। জেনে নিন কয়েকটি হেয়ার মাস্ক সম্পর্কে-

১. বেসন-টক দইয়ের হেয়ার মাস্ক: দইয়ের এর সঙ্গে বেসনের মিশ্রণ আপনার চুলকে মুহূর্তেই করে তুলবে মসৃণ। এছাড়াও মিশ্রণটি চুলের বৃদ্ধিতে সাহায্য করে। দইয়ে থাকে অ্যান্টি-অক্সিডেন্ট এবং ভালো ব্যাকটেরিয়া যার মাধ্যমে আপনার স্ক্যাল্পে জমে থাকা ময়লা করতে সাহায্য করে। যদি আপনি প্রায়ই মাথায় চুলকানি অনুভব করেন তখন এই মিশ্রণটিতে হলুদ মিশিয়ে নেবেন। আপনি কি জানেন? দই এবং বেসন একসঙ্গে শ্যাম্পু এবং কন্ডিশনার এর বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন।

 

 

পদ্ধতি: দুই টেবিল চামচ বেসনের সঙ্গে চার টেবিল চামচ টকদই ভালো করে মিশিয়ে পেষ্ট তৈরি করে চুলের গোড়ায় লাগিয়ে নিন। পারলে পুরো চুলে ব্যবহার করুন। এভাবে ৩০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে চুল ধুঁয়ে ফেলুন।

২. বেসন-অলিভ অয়েলের হেয়ার মাস্ক: প্রাকৃতিক তেল হিসেবে অলিভ অয়েল চুলের যত্নে অনেক কার্যষকরী। বেসনের সঙ্গে যখন এই কেল মিশিয়ে ব্যবহার করা হয় তখন আরো বেশি স্বাস্থ্যকর হয়ে উঠবে। এই মিশ্রণ আপনার চুলকে লম্বা এবং মজবুত করতে সাহায্য করে।

 

2.বেসনের হেয়ার মাস্ক

পদ্ধতি: ৩ টেবিল চামচ বেসনের সঙ্গে ৩ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে গাঢ় পেস্ট বানিয়ে নিন। চুলের গোড়ায় এই পেস্ট লাগিয়ে কিছু সময়ের জন্য ছেড়ে দিন। সম্পূর্নভাবে চুল শুকিয়ে যাওয়ার আগে উষ্ণ গরম পানি দিয়ে ধুঁয়ে নিন।

৩. বেসন ও কাঠবাদাম গুঁড়োর হেয়ার মাস্ক: বেসন এবং কাঠবাদাম গুঁড়োর মিশ্রণ আপনার চুলকে স্বাস্থ্যকর, কালো এবং বাউন্সি করে। আপনার চুলের প্রাকৃতিক রং বজায় রাখতেও সাহায্য করে। রুক্ষ চুলে প্রাণ ফিরিয়ে আনতে এই মাস্কটিতে ভিটামিন ই অয়েল ক্যাপসুল ব্যবহার করতে হবে।

 

3.বেসনের হেয়ার মাস্ক

পদ্ধতি: বেসন এবং কাঠবাদাম গুঁড়ো একসঙ্গে মিশিয়ে অল্প লেবুর রস এবং মধু এই মিশ্রণে যোগ করে পেস্ট তৈরি করে নিতে হবে। এই মাস্ক চুলে লাগিয়ে কিছু সময় অপেক্ষা করে ধুঁয়ে ফেলুন। ভালো ফলাফলের জন্য সপ্তাহে দু’দিন এই মাস্কটি ব্যবহার করুন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –