• শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ২০ রবিউস সানি ১৪৪৬

ভ্যাসলিনের গুণাগুণ

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮  

শীতকালে ভ্যাসলিনের কদর বেড়ে যায়। এর জনপ্রিয়তা গোটা বিশ্ব জুড়ে। শুধু ত্বক ময়েশ্চারাইজড করতেই নয় বরং ভ্যসলিনের রয়েছে নানা রকম উপকারিতা। শীতের দিনে ঠোঁট ফাটার হাত থেকে রেহাই পেতে ভ্যাসলিন ব্যবহার সর্বাধিক।এছাড়াও পা ফাটা বা ত্বকের বিভিন্ন জায়গাতেও ভ্যসলিন ব্যবহার করা হয়। এমনকি সাজসজ্জা বা দৈনন্দিন জীবনে চলার পথে ভ্যাসলিন অনেক উপকারে আসে। তবে জেনে নিন ভ্যাসলিনের কিছু উপকারি দিক-

 

1.ভ্যাসলিনের গুণাগুণ

নেইলপলিশ ব্যবহারের পর রেখে দিলে এর কৌটার মুখ লেগে থাকে। তা আর খোলা যায় না। কিন্তু এ নেইলপলিশের মুখের সঙ্গে ভ্যাসলিন লাগিয়ে রাখলে আর কখনো মুখ আটকে যাওয়ার ভয় থাকবে না। এছাড়াও নখে নেইলপলিশ লাগানোর সময় তা নখের চারপাশে লেগে যায়।এক্ষেত্রে নখের চারপাশে ভ্যাসলিন লাগিয়ে নিলে রঙ ছড়াবে না আর রঙ লেগে গেলেও খুব সহজে তা উঠে যাবে।

 

2.ভ্যাসলিনের গুণাগুণ

সামান্য ভ্যাসলিন হাতের কব্জিতে বা কানের পেছনে লাগিয়ে স্প্রে ব্যবহার করতে পারেন। কারণ ভ্যাসলিন স্প্রের গন্ধকে শোষণ করে রাখে। যে কারণে স্প্রে অনেকক্ষণ দীর্ঘস্থায়ী হয়। সুতরাং কোথাও বের হওয়ার আগে এ পদ্ধতি ব্যবহার করতেই পারেন। অনেক সময় আঙ্গুলে আংটি পড়লে খুলা যায় না। আংটি আটকে থাকে। সেক্ষেত্রে আঙ্গুলে ভ্যাসলিন লাগিয়ে নিলে খুব সহজেই আংটি বেরিয়ে আসবে। আমরা অনেকেই চামড়ার জুতো পড়ে থাকি। সে ক্ষেত্রে ওই জুতো পরিষ্কার করতে ভ্যাসলিন ব্যবহার করতে পারেন।

 

3.ভ্যাসলিনের গুণাগুণ

জুতো পরিষ্কার করে ভ্যাসলিন লাগালে সে জুতো চকচকে বা নতুন হয়ে যাবে। অনেক সময় ঘরের দরজায় বা আলমারির দরজায় শব্দ হয়ে থাকে। এ শব্দ বন্ধ করার জন্য ভ্যাসলিন লাগিয়ে দিতে পারেন। চুলে রঙ করার সময় ত্বকেও রঙ লাগতে পারে। সেই রঙ তোলা যায় না। এ সমস্যার সহজ সমাধান হলো ভ্যাসলিন। চুলের নিচে খোলা অংশে ভ্যাসলিন লাগিয়ে নিবেন তবে আর রঙ ত্বকে লাগার কোনো ভয় থাকবে না।

 

4.ভ্যাসলিনের গুণাগুণ

অনেকেরই চোখের পাপড়ি পড়ে যায় কিংবা পাপড়ি চোখের ভেতরে ঢুকে যায়। এ জন্য একটি কটনবাডে ভ্যাসলিন লাগিয়ে আইল্যাশের উপর লাগাতে হবে। তাহলে খুব সহজেই আলগা পাপড়িগুলো খুলে আসবে। তখন আর পাপড়ি চোখের ভেতরে ঢুকে যাওয়ার কোনো ভয় থাকবে না। এছাড়াও চোখের পাপড়ি ঘন ও উজ্জ্বল করতে আমরা মাশকারা লাগিয়ে থাকি। মাশকারা ছাড়াও চোখের পাপড়িতে ভ্যাসলিন লাগিয়ে পাপড়ি ঘন ও উজ্জ্বল করা যায়।

 

5.ভ্যাসলিনের গুণাগুণ

শীতকালে ঠোঁট, হাত ও পা বেশি ফাটে। এ সমস্যার একমাত্র সমাধান হলো ভ্যাসলিন। অনেকেরই কানে দুল পড়ার সময় দুল কানে ঢুকানো যায় না, ব্যথা লাগে। কানের দুল পড়তে সমস্যা হলে কানের লতিতে কিছুসময় ভ্যাসলিন লাগিয়ে রাখতে হবে। তারপর দুল পড়লে আর কানে ব্যথা পাবেন না। তবে ভ্যাসলিন ব্যবহারের ক্ষেত্রে যদি কারো অ্যালার্জি থাকে তবে সে ভ্যাসলিন ব্যবহার থেকে বিরত থাকুন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –