• সোমবার ২১ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৪ ১৪৩১

  • || ১৬ রবিউস সানি ১৪৪৬

হিজবুল্লাহর তিন কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪  

লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর তিন কমান্ডারকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েল। তারা বলেছে, বিমান হামলায় এসব কমান্ডার নিহত হয়েছেন।

তারা হলেন দক্ষিণ কমান্ডের উচ্চপদস্থ কর্মকর্তা আব্বাস সালেমাহ, যোগাযোগ বিশেষজ্ঞ রাদজা আব্বাস আওয়াচি এবং কৌশলগত অস্ত্র উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট আলী হুসেইন। গতকাল শনিবার হিজবুল্লাহর গোয়েন্দা হেডকোয়ার্টারে হামলা চালায় ইসরায়েল। এই তিন কমান্ডার এই হামলায় নাকি আলাদা আলাদাভাবে নিহত হয়েছেন সেটি স্পষ্ট করেনি দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। কমান্ডারদের মৃত্যুর ব্যাপারে হিজবুল্লাহও কোনো মন্তব্য করেনি।

আজ রোববার সকালে লেবাননের রাজধানী বৈরুতের হারাত হেইকের একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দখলদার ইসরায়েলের এসব হামলার জবাবে ইসরায়েলি সেনাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো অব্যাহত রেখেছে হিজবুল্লাহ।

রোববার উত্তরাঞ্চলের সাফেদে সেনা ঘাঁটি লক্ষ্য করে মুহুর্মূহু রকেট ছোড়ে তারা। এই হামলায় ইসরায়েলি সেনারা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেটি নিশ্চিত নয়।হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের গ্রাম এবং বাড়িতে হামলার জবাবে এসব রকেট ছোড়া হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর লেবাননে স্থল হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। এরপর ইসরায়েলের গভীরে হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ। গতকাল শনিবার তেলআবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালায় তারা। যদিও ওই সময় নেতায়িাহু ও তার স্ত্রী ওই বাড়িতে ছিলেন না।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –