• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলায় নিহত ৫০

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ নভেম্বর ২০২৩  

গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এরই মধ্যে নিহতের সংখ্যা ৫০ জন নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি বিমান হামলার কারণে শরণার্থী শিবিরে বিস্ফোরণ হয়েছে। 

তবে এ হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল। বিবিসি হামাসের এ দাবির সত্যতা যাচাই করছে।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে জাবালিয়া শরণার্থী শিবির পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। 

মুখপাত্র ইয়াদ আল-বাজুম খান ইউনিসে এক হাসপাতালের বাইরে সাংবাদিকদের বলেছেন, এসব ভবন শতাধিক বাসিন্দার আবাস্থল ছিল। দখলদারের বিমান বাহিনী মার্কিন তৈরি ছয়টি বোমা দিয়ে এ জেলা ধ্বংস করে দিয়েছে। হামলায় অন্তত ৪০০ জন হতাহত হয়েছে। এটি গাজা উপত্যকায় ইসরায়েলের সবশেষ আগ্রাসন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –