• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা আমজাদ হোসেনের অবস্থার উন্নতি

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৮  

দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা আমজাদ হোসেনের অবস্থার উন্নতি হয়েছে।  মঙ্গলবার রাত আড়াইটার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ব্যাংকক নিয়ে যাওয়া হয়। সেখানকার বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা চলছে তার। বর্তমানে আমজাদ হোসেনের হার্টবিট ও ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে আছে। ফুসফুসের সংক্রমণও কিছুটা নিয়ন্ত্রণে।

আমজাদ হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল গণমাধ্যমকে জানান, রক্তক্ষরণের কারণে বাবার মস্তিষ্কের কিছু অংশ ড্যামেজ হয়ে গেছে। ডাক্তাররা অপারেশন করার জন্য প্রতিদিনই সিটিস্ক্যান করাচ্ছেন। কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না আনুষঙ্গিক বেশ কিছু কারণে। এই মুহূর্তে অস্ত্রোপচার করলে তার শরীর ভার বইতে পারবে কি না সেটা নিয়েও তারা চিন্তায় আছেন। তবে আমাদের আশা রাখতে বলেছেন। সেখানকার ডাক্তাররা এরই মধ্যে জেনে গেছেন, বাবা বাংলাদেশের গুণী একজন মানুষ। তাই বিশেষ গুরুত্বসহকারে দেখভাল করছেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –