• শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ২০ রবিউস সানি ১৪৪৬

নির্বাচনের প্রভাব পড়বে না বাজারে: পরিকল্পনামন্ত্রী

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৮  

নির্বাচনী হাওয়ায় নিত্যপণ্যের বাজারে নেতিবাচক কোনো প্রভাব নেই বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। সেই সঙ্গে গেল অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে মূল্যস্ফীতি স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)-এর সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, বর্তমানে সব নিত্যপণ্যের দাম নিম্নমুখী। নির্বাচনি হাওয়ায়ও বাজারে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না। বরং সামনে নিত্যপণ্যের দাম আরো কমবে। আর গেল অর্থবছরের তুলনায় এ বছর মূল্যস্ফীতিও স্বস্তিদায়ক পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, দেশে কৃষিপণ্যের বাম্পার ফলন হয়েছে। চাল উৎপাদনেও রয়েছে প্রবৃদ্ধি।আর ডলারের বিপরীতে টাকার বিনিময়মূল্যও রয়েছে সহনীয় পর্যায়ে।

মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য দিয়ে মন্ত্রী জানান, বিশ্ববাজারে তেল, ডাল ও চিনির দাম কমেছে। এতে দেশে মূল্যস্ফীতির হারে ইতিবাচক প্রভাব পড়েছে। যার প্রভাবে চলতি বছরের নভেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতির হার কমেছে। সামনে নির্বাচনের কারণে ডিসেম্বরেও এটা বাড়বে না।

‘নভেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৭ শতাংশ, যা অক্টোবরে ছিলো ৫ দশমিক ৪০ শতাংশ’, জানান তিনি।

এছাড়া খাদ্যপণ্যের মূল্যস্ফীতি আগের বছরের একই সময়ের চেয়ে কমেছে দশমিক ৭৮ শতাংশ। যা অবশ্য গেল অক্টোবরের তুলনায় কিছুটা বেড়েছে। চলতি মাসে যা বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ২৯ শতাংশ, যা তার আগের মাসে ছিলো ৫ দশমিক শূন্য ৮ শতাংশ। অন্যদিকে, খাদ্য বহির্ভূত পণ্যেও মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৯ শতাংশ, যা তার আগের মাসে ছিলো ৫ দশমিক ৯০ শতাংশ।

মুস্তাফা কামাল বলেন, ভোটের সময় আমরা চাল ও সবজি বেশি খাবো না। কিন্তু চা তৈরির জন্য চিনি একটু বেশি লাগবে। ভোটে অন্যান্য উৎসবের মতো আমরা সন্তানদের নতুন নতুন কাপড়-চোপড়ও কিনে দিই না। সুতরাং নির্বাচনের আগে নিত্যপণ্যের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে।

সংবাদ সম্মেলনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব জিয়াউল ইসলাম, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –