• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

বেতন বাড়ল ৫১ শতাংশ পোশাক শ্রমিকদের

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৮  

পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৮ হাজার টাকা কার্যকর করা হয়েছে। এর মাধ্যমে প্রায় ৪০ লাখ শ্রমিকের বেতন ৫১ শতাংশ বাড়ল।

শনিবার থেকে নতুন এই বেতন কাঠামো কার্যকর করা হয়েছে। আগামী জানুয়ারি থেকে এ কাঠামোয় প্রথম বেতন পাবেন শ্রমিকরা।

এর আগে ২০১৩ সালে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল ৫ হাজার ৩শ টাকা। চলতি বছর ২৭ নভেম্বর গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৮ হাজার টাকা ধরে গেজেট প্রকাশ করে সরকার।

নতুন মজুরিতে শ্রমিকদের মূল মজুরি চার হাজার ১০০ টাকা, বাড়ি ভাড়া দুই হাজার ৫০ টাকা, চিকিৎসা ভাতা ৬০০ টাকা, যাতায়াত ভাতা ৩৫০ টাকা ও খাদ্য ভাতা ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এতে শ্রমিকদের ১ম গ্রেডে মজুরি ধরা হয়েছে ১৭ হাজার ৫১০ টাকা। শিক্ষানবিশ শ্রমিকরা পাবেন পাঁচ হাজার ৯৭৫ টাকা।

এছাড়া সব গ্রেডেই মূল মজুরি ও বাড়ি ভাড়া ভাতা ছাড়াও ন্যূনতম মোট মজুরির মধ্যে ৬০০ টাকা চিকিৎসা ভাতা, ৩৫০ টাকা যাতায়াত ভাতা ও ৯০০ টাকা খাদ্য ভাতা অন্তর্ভুক্ত থাকবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –