• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

৯০টি খুনের স্বীকারোক্তি মার্কিন সিরিয়াল কিলারের

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৮  

৯০টি খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে মার্কিন এক সিরিয়াল কিলার। মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এক বিবৃতিতে এ খবর জানিয়েছ। - খবর আল-জাজিরা’র।

৭৮ বছর বয়সী এই সিরিয়াল কিলারের নাম স্যামুয়েল লিট্ল। চলতি সপ্তাহে এফবিআইয়ের জিজ্ঞাসাবাদে তিনি গেল কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র জুড়ে চালানো রোমহর্ষক খুনের ঘটনাসমূহে তার জড়িত থাকার কথা স্বীকার করেন।

এফবিআই জানিয়েছে, অঙ্গরাজ্য কর্তৃপক্ষ এবং স্থানীয় সদস্য ও গোয়েন্দাদের সঙ্গে মিলে তদন্ত করে এফবিআই দেখেছে, সে যা দাবি করছে তা সত্যি কিনা।

স্যামুয়েল লিট্ল ১৯৫৬ সাল থেকেই বিভিন্ন আইন বহির্ভূত কাজের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে জালিয়াতি, অবৈধ মাদক সেবন ও পাচার, দোকান থেকে পণ্য চুরি, ডাকাতি ইত্যাদি বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। তবে আইন-নিরাপত্তা বাহিনী তার প্রকৃত অপরাধ সম্পর্কে সম্প্রতি জানতে শুরু করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে এফবিআই।

স্যামুয়েল মূলত অপরাধ স্বীকার করেন ১৯৮৭ থেকে ১৯৮৯ সালের মধ্যে ৩ নারীকে হত্যার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর আপিলে হেরে যাওয়ার পর। ওই নারীদের হত্যার অভিযোগে ২০১৪ সালে দেশটির এক আদালত তাকে যাবজ্জীবন সাজা দেয়। ২০১২ সাল থেকে তিনি কারাগারে রয়েছেন।

এফবিআই জানায়, ৩টি হত্যাকাণ্ডেই প্রথমে ভূক্তভোগী নারীদের মারাত্মকভাবে প্রহার করা হয় ও পরবর্তীতে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

কর্তৃপক্ষ ধারনা করছে, স্যামুয়েল যে খুনের ঘটনাগুলোর কথা জানিয়েছে সেগুলো ১৯৭০ থেকে ২০০৫ এর মধ্যে ক্যালিফোর্নিয়া ও ম্যারিল্যান্ডসহ মোট ১৪টি অঙ্গরাজ্যে ঘটানো হয়েছে। এফবিআই এখন পর্যন্ত স্যামুয়েলের দাবিকৃত ৯০টি খুনের ঘটনার মধ্যে ৩৪টির সত্যতা যাচাই করেছে। অন্যগুলো এখনো তদন্তাধীন রয়েছে।

ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের প্রিন্স জর্জ কাউন্টির গোয়েন্দা কর্মকর্তা বার্নি নেলসন বলেন, ‘তার সঙ্গে কথা বলার সময় সে যখন তার ভুক্তভোগীদের শ্বাসরোধ করে হত্যার ঘটনা বর্ণনা করবে, তখন তুমি বুঝতে পারবে যে সে উত্তেজিত হয়ে উঠছে।’ তিনি আরো বলেন, ‘সে আসলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি, কারণ সে একটা দানব।’

কর্তৃপক্ষ জানিয়েছে, স্যামুয়েল হলো যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি পরিমানে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সিরিয়াল কিলারদের একজন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –