• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

ব্যাংক খাতে প্রচুর অর্থ থাকলেও ঝুঁকি রয়েছে

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৮  

বাংলাদেশের ব্যাংকিং খাতে প্রচুর অর্থ থাকলেও খেলাপী ঋণ, মুলধন ও মুনাফার নিম্নগামীতার কারণে আগামী দিনে এ খাতে নেতিবাচক অবস্থা বিরাজ করবে বলে আশঙ্কা করছে বৈশ্বিক রেটিং এজেন্সি মুডি।

সম্প্রতি আর্থিক খাতের এই গবেষণা সংস্থাটি ‘ব্যাংকিং সিস্টেম আউটলুক-বাংলাদেশি ব্যাংকস’ বিষয়ক এক প্রতিবেদনে এ আশঙ্কা প্রকাশ করে।

মুডির ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অর্থনীতি অনেক ভালো হলেও ব্যাংকিং খাতের অবস্থা নাজুক। খাতটিতে কাজ করার পরিবেশ স্বাভাবিক। তবে প্রদেয় ঋণের গুনগত মান, মূলধন এবং মুনাফার নিম্নগামীতার কারণে সামনের দিনে ঝুঁকি বাড়বে। যদিও ব্যাংকিং খাতে প্রচুর অর্থ রয়েছে এবং সরকারের সহযোগিতাও অব্যাহত রয়েছে।

খেলাপী ঋণের ঊর্ধ্বগতিকে দায়ী করে সংস্থাটি বলছে, ব্যাংকিং খাতে বিশেষ করে সরকারি ব্যাংকে সুশাসনের অভাবে খেলাপী ঋণের পরিমাণ গেল জুন মাসে ১০ শতাংশ ছাড়িয়েছে।

এ প্রেক্ষিতে আগামী দেড় বছরের অবস্থা পর্যালোচনা করে মুডি আভাস দিচ্ছে, খেলাপী ঋণের পরিমাণ বেড়ে যাওয়ায় সামনের দিনগুলিতে ঝুঁকির পরিমাণ বাড়বে। খেলাপী ঋণের কারণে সুদের হার যেমন বাড়বে, অন্যদিকে ব্যাংকিং খাতে কমবে মুনাফার হার।

বাংলাদেশে ব্যাংকিং খাতের পর্যবেক্ষণে সংস্থাটির বিশেষজ্ঞ তেংফু লি বলেন, বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক তৈরি পোশাক শিল্পের কারণে বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে। আগামী দিনে দেশটিতে ঋণ ও রেমিটেন্সের স্থিতিশীল প্রবৃদ্ধির কারণে অভ্যন্তরীণ ভোগ বৃদ্ধি পাবে। তবে বিখণ্ডিত ব্যাংকিং খাতে সম্পদের গুণগতমান নিম্নগামী হওয়ায় বেশ ঝুঁকিও রয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –